Midnapore Election Results 2024: তৃণমূল ৬ – মেদিনীপুর ০! মেদিনীপুর বিধানসভায় (Midnapore By Election 2024) সহজ জয়ের পথে এগোচ্ছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা (Sujoy Hazra)। আপাতত শেষ পাওয়া খবর অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের থেকে ৩৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তিনি। ইতিমধ্যেই মাদারিহাট, সিতাই ও নৈহাটি আসনে জয়ী ঘোষিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা (TMC)। মেদিনীপুর (Midnapore), হাড়োয়া ও তালডাংরা আসনেও ক্রমশ জয়ের পথে জোড়াফুল প্রার্থীরা।
রাজ্যের ৬টি আসনে বিধানসভা উপনির্বাচনের গণনা আজ। গণনা শুরু হওয়ার পর থেকে ৬টি আসনেই ক্রমশ ব্যবধান বাড়িয়েছেন তৃণমূল প্রার্থীরা। ইতিমধ্যেই মাদারিহাট, সিতাই ও নৈহাটি আসনে জয়ী ঘোষিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা (TMC)। সিতাইয়ে ১৬৫৯৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সংগীতা রায়। মাদারিহাটে ৭৯১৮৬ ভোট পেয়ে জয়ী তৃণমূলের জয়প্রকাশ টাপ্পো। নৈহাটি আসনে ৭৮৭৭২ ভোট পেয়ে জয়ী জোড়াফুল প্রার্থী সনৎ দে। মেদিনীপুর (Midnapore), হাড়োয়া ও তালডাংরা আসনেও ক্রমশ জয়ের পথে জোড়াফুল প্রার্থীরা।
মেদিনীপুর বিধানসভা আসনে জয়ের পথে সুজয় হাজরা
মেদিনীপুর বিধানসভা আসনে শেষ পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল প্রার্থী সুজয় ঘোষ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের তুলনায় ৩৩১৯০ ভোটে এগিয়ে। এখনও পর্যন্ত ১৪ রাউন্ডের গণনা শেষে সুজয় ঘোষের ঝুলিতে গিয়েছে ৯৯ হাজার ৪৩৯ ভোট। আর ৩টি রাউন্ডের গণনা বাকি রয়েছে। ফলে বলাই যায়, সুজয় ঘোষের জয়ী হিসাবে ঘোষণা হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।