West Bengal By-Election Result Live: পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হল উপনির্বাচন। উপনির্বাচনের ভোট গণনা আজ সকালে শুরু হয়েছে। সকাল থেকেই বিজেপি ও তৃণমূল লড়েছে। গত 13 নভেম্বর পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসন – সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া-তে ভোট হয়েছিল। এই ছয়টি আসনের জন্য মোট 44 জন প্রার্থী মাঠে নেমেছেন। শেষমেষ কার দখলে থাকল বিধানসভা? চলুন জেনে নেওয়া যাক।
West Bengal By-Election Result Live Update
মেদিনীপুরে তৃণমূলের জয়
মেদিনীপুর থেকে জিতেছেন বাংলার শাসক দলের প্রার্থী সুজয় হাজরা।
নৈহাটিতেও তৃণমূলের জয়
নৈহাটি থেকে তৃণমূলের সনৎ দে 49277 ভোটে জিতেছেন। পেয়েছেন 78772 ভোট। সেই তুলনায় বিজেপির প্রতীকী মিত্র পেয়েছেন মাত্র 29495 ভোট।
মাদারিহাটে তৃণমূলের জয়
মাদারিহাটে 28168 ভোটে জিতেছেন তৃণমূলের জয়প্রকাশ টপ্পো। 79186 ভোট পেয়েছেন। ওদিকে সেই তুলনায় প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহার পেয়েছেন 51018 ভোট।
আরও পড়ুন: Midnapore Election Results 2024: তৃণমূল ৬ – বিরোধী ০, মেদিনীপুরের সহজ জয়ের পথে সুজয় হাজরা
West Bengal By-Election Result Live: উপনির্বাচনে ছয় আসনে তৃণমূলের বিজয় পতাকা উত্তোলন
উপনির্বাচনে নৈহাটি বিধানসভা আসন থেকে তৃণমূল 48,879 ভোটে জিতেছে। কোচবিহারের সিতাইতে 1 লাখ 30 হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। আলিপুরদুয়ারের মাদারিহাটে 28 হাজারের বেশি ভোটে জয়ী। হাড়োয়া, তালডাংরা ও মেদিনীপুর আসনও দখল করেছে তৃণমূল।
তাহলে, এই উপনিবার্চনের ফলাফলে এটাই স্পষ্ট যে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তুমুল জয় পেয়েছে। এর দরুণ দলের সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। একভাবে বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনেও রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঢেউ অব্যাহত। আরজি কর হাসপাতাল কেলেঙ্কারি নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলেছে বলে মনে হয় না। এই জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস তাদের শক্তি প্রদর্শন করেছে, আগামী নির্বাচনে নিজেদের অবস্থান আরও মজবুত করতে প্রস্তুত তৃণমূল।
2021 সালের বিধানসভা নির্বাচনের দিকে এক নজর
2021 সালের বিধানসভা নির্বাচনে, এই ছয়টি আসনের মধ্যে তৃণমূল পাঁচটি (সীতাই, নৈহাটি, হাদোভা, মেদিনীপুর এবং তালডাংরা) জিতেছিল এবং বিজেপি একটি (মাদারিহাট) জিতেছিল।