DonnaJean Wilde: এক ঘণ্টায় 1575টি পুশ আপ, বিশ্ব রেকর্ড গড়লেন 59 বছর বয়সী ডোনাজিন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ঘন্টায় 1 হাজার 575টি পুশ আপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কানাডার 59 বছর বয়সী এক নারী(DonnaJean Wilde)। তবে এটিই প্রথম নয়। এর আগেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করেছিলেন এই প্রবীণ মহিলা(DonnaJean Wilde)। বয়স যে শুধুই সংখ্যা মাত্র তা আরও একবার প্রমাণ করে দেখালেন ডোনাজিন ওয়াইল্ড(DonnaJean Wilde) নামক এই কানাডিয় নারী।

ডোনাজিন একজন সুপারওম্যানের থেকে কিছু কম নন। গত সপ্তাহে মাত্র 60 মিনিট সময় নিয়ে 1 হাজার 575টি পুশ আপ দিয়েছেন তিনি। যা অনেক তাবড় তাবড় বলিষ্ঠ পুরুষ দ্বারাও সম্ভব হবে না। আর এই অসম্ভবকে দু হাতে সম্ভব করে দেখিয়ে বিশ্ব রেকর্ডে নিজের নাম দ্বিতীয়বারের জন্য নথিভুক্ত করেছেন ডোনাজিন।

এই অসাধ্য সাধনের আগে চলতি বছরের মার্চে বিরাট কাণ্ড ঘটিয়েছিলেন কানাডার এই মহিলা। সেবার 4 ঘন্টা 30 মিনিট 11 সেকেন্ড প্ল্যাঙ্ক(ব্যায়াম) করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিলেন ডোনাজিন। দীর্ঘ সময়ের জন্য পেটের প্ল্যাঙ্ক পজিশনে একজন নারী হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।

নিজের সাফল্য প্রসঙ্গে ডোনাজিন জানান, প্রথম রেকর্ডের জন্য যখন দিনরাত পরিশ্রম করতেন ঠিক সেই সময়ে পুশ আপের প্রেমে পড়ে যান তিনি। অতীতের প্রশিক্ষণই তাকে বর্তমানের সাফল্য দিয়েছে। প্ল্যাঙ্কিং করার সময়ে তিনি প্রতি সেটে 500টি করে পুশ আপ দিতেন। এমনকি রকি পর্বতমালার পালদেশে আলবার্টার বিজারের বাড়িতে ঘন্টার পর ঘন্টা পুশ আপ প্র্যাকটিস করতেন তিনি।

ডোনাজিন আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্য তাকে অনুপ্রাণিত করত। দীর্ঘদিন প্রশিক্ষণের পর এক সময়ে 17 মিনিট বাকি থাকতেই আগের পুশ আপের রেকর্ড ভেঙে ফেলেছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাবপ্রাপ্ত নারী জানান, স্টিলের হাত ও অ্যাবস দিয়েই প্রতিনিয়ত মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন ডোনাজিন।

আরও পড়ুন: লোহা পাচারের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 2 তৃণমূল নেতা, মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির

উল্লেখ্য, বর্তমানে 59 বছর বয়সী ডোনাজিন পেশায় একটি স্কুলের ভাইস প্রিন্সিপাল। কাজের ফাঁকে অবসর সময়ে তিনি শরীর চর্চা করেই কাটিয়ে দেন। অবসর সময় কাটাতেই নাকি ব্যায়ামকে বেছে নিয়েছিলেন তিনি। যা তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। পরিবারে তার 12 জন নাতি-নাতনি রয়েছে। যাদের নিয়ে যথেষ্ট গর্ব অনুভব করেন ডোনাজিন।