TMC: লোহা পাচারের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 2 তৃণমূল নেতা, মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে তৎপর প্রশাসন। চলছে শুদ্ধিকরণ অভিযান। এহেন আবহে লোহা পাচারের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল(TMC) কাউন্সিলরসহ 2 তৃণমূল(TMC) নেতাকে। পুলিশের হাতে পাকড়াও হওয়ার পর অভিযুক্তদের দাবি, দল সব সময়ে তাদের পাশে রয়েছে। গোটা ঘটনায় থেমে থাকেনি রাজনৈতিক তরজা।

মুখ্যমন্ত্রীর শুদ্ধিকরণ অভিযানের ডাক দেওয়ার পরই দুর্গাপুর থেকে তৃণমূল কর্মীদের গ্রেফতার হওয়ার ঘটনাকে একেবারেই আমলে নিচ্ছে না বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পুলিশের তরফে জানা গিয়েছে, দুর্গাপুরের 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজার স্বামী রিন্টু ও আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীর বিরুদ্ধে আগে থেকেই লোহা পাচারের অভিযোগ ছিল। বৃহস্পতিবার সেই অভিযোগের ভিত্তিতেই তাদের থানায় হাজির হতে বলা হয়। এরপরই শুক্রবার সকালে গ্রেফতার করা হয় তাদের। আজ অর্থাৎ শুক্রবারই অভিযুক্তদের আদালতে তোলার কথা।

পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী জানান, ‘ফাঁসানো হয়েছে। হঠাৎ কেন গ্রেফতার করা হলো জানি না। আমি কোনও বেআইনি কাজের সাথে যুক্ত নই। দল আমার পাশে আছে।’ অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুদ্ধিকরণ অভিযানকে নিশানায় এনে তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারি প্রসঙ্গে দুর্গাপুরের বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই বলেন, ‘গোটা বাংলায় এরকম হাজার হাজার চুরির ঘটনা ঘটছে। এগুলো লোক দেখানো গ্রেফতারি। দলের অন্দরে ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে ওদের গ্রেফতার করা হয়েছে।’

আরও পড়ুন: পুতিনের ওপর ক্ষুব্ধ বাইডেন! আমেরিকার নিষেধাজ্ঞায় 50টিরও বেশি রাশিয়ান ব্যাঙ্ক