Russian Bank: পুতিনের ওপর ক্ষুব্ধ বাইডেন! আমেরিকার নিষেধাজ্ঞায় 50টিরও বেশি রাশিয়ান ব্যাঙ্ক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: শেষ কয়েকমাসের প্রেসিডেন্ট মেয়াদে রাশিয়ার অন্যতম শত্রু ইউক্রেনকে নানান ভাবে অস্ত্র সাহায্য করছেন বাইডেন। এহেন পরিস্থিতিতে বারংবার ইউক্রেনের মিত্রশক্তিদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মস্কো। তবে রুশ কর্মকর্তারা ইঙ্গিত পূর্ণভাবে বোঝালেও এবার সরাসরি রাশিয়াকে নিশানায় আনল আমেরিকা(America)! সূত্রের খবর, রাশিয়ার 50 টিরও বেশি ব্যাঙ্ক(Russian Bank), সিকিউরিটিজ রেজিস্টার ও আর্থিক কর্মকর্তাদের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করল আমেরিকার(America) ট্রেজারি বিভাগ।

আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক গ্যাজপম ব্যাঙ্ক। এই রাশিয়ান ব্যাঙ্কের ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকার ট্রেজারি বিভাগ। নিষেধাজ্ঞা অনুযায়ী, আমেরিকায় এই ব্যাঙ্ক কোনও রকম শক্তি সম্পর্কিত আর্থিক লেনদেন করতে পারবে না। পাশাপাশি আমেরিকার জনগণদের সাথে বাণিজ্য ও ঋণের ক্ষেত্রে তাদের সম্পদ জব্দ করতে পারবে না রাশিয়ার এই জনপ্রিয় ব্যাঙ্ক। গ্যাজপম ব্যাঙ্ক ছাড়াও আরও 49টি রাশিয়ান ব্যাঙ্ক আমেরিকার বুকে ব্যবসার একই সমস্যায় ভুগছে।

আমেরিকার ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ ব্যাঙ্ক গ্যাজপম দাবি করেছে, আমেরিকার এই নিষেধাজ্ঞা তাদের কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটাতে পারবে না। যেখানে 50 টিরও বেশি ছোট-বড় ব্যাঙ্ককে বৈশ্বিক অর্থায়নের ক্ষেত্রে রাশিয়ার প্রবেশাধিকার সীমিত করার অনুমোদন দেওয়া হয়েছে। এই বিষয়ে আমেরিকার ট্রেজারি বিভাগের সেক্রেটারি জ্যানেট ইয়েলেন জানান, ‘রাশিয়ার যাবতীয় প্রচেষ্টাকে আটকানো গেছে এই নয়া নিষেধাজ্ঞার মাধ্যমে।’ তবে বাইডেনের শাসনকাল শেষে ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা এলে তিনি রাশিয়ার ওপর এই ধরনের নিষেধাজ্ঞা তুলে দেবেন বলেই মনে করছেন আমেরিকান ট্রেজারি বিভাগের একাংশ।

আরও পড়ুন: চোখে সর্ষের ফুল অস্ট্রেলিয়ার! বুমরার নেতৃত্বে চেনা ছন্দে ভারত