Bangladesh: জীবিত স্বামীকে মৃত দাবি করে মামলা দায়ের আদালতে, গ্রেফতার স্ত্রী সহ আরও দুই যুবক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: স্বামী জীবিত থাকা অবস্থায় তাকে মৃত বলে দাবি করে মামলা দায়ের করার অভিযোগ উঠেছে বাংলাদেশের(Bangladesh) সাভারের আশুলিয়ার এক গৃহবধুর বিরুদ্ধে। সূত্রের খবর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বামীর মৃত্যু হয়েছে এমন দাবি জানিয়েই গত 24 অক্টোবর কুলসুম বেগম নামক ওই মহিলা স্বামী আল আমিনকে হত্যার অভিযোগে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার অঞ্চল থেকে ওই মহিলা সহ আরও 3জনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বামীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছিলেন ওই মহিলা। পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত কুলসুম বেগমকে গ্রেফতার করা হয়। গোটা বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি কামাল হোসেন। তিনি জানান, ‘মিথ্যা মামলা দায়ের করার পর গা ঢাকা দিয়েছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজার এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। সেখান থেকেই পাকড়াও করা হয় মিথ্যা মামলাকারী বাদী কুলসুম বেগম নামক ওই গৃহবধূকে। মহিলার পাশাপাশি রুহুল আমিন ও শফিকুল নামের দুই অজ্ঞাত পরিচয় যুবককে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। মহিলার কর্মকাণ্ডে গোটা এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে’

উল্লেখ্য, জুডিশিয়াল আদালতে স্বামীর হত্যার দাবি জানিয়ে মামলা করার পর এজাহারে ওই মহিলা বলেন, ‘দেশে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল ও তুমুল বিক্ষোভের মধ্যে ছিলেন তার স্বামী। ঐদিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।। এই ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ 130 জন আওয়ামী লীগ কর্মীকে দোষী বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে মহিলার মামলার ভিত্তিতে ঘটনাটি 8 নভেম্বর ঢাকার আশুলিয়া থানার অন্তর্ভুক্ত হয়। আদালতে উল্লেখ করা সমস্ত চাঞ্চল্যকর তথ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৎপরতার সাথে মহিলার স্বামী আল আমিনকে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: 14 মার্চ থেকে শুরু 2025 আইপিএল, 2026 ও 27-এর দিনক্ষণও চূড়ান্ত