IPL 2025 Dates Revealed: 14 মার্চ থেকে শুরু হচ্ছে 2025 আইপিএল, 2026 ও 27-এর দিনক্ষণও চূড়ান্ত

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: বিরল ঘটনার সাক্ষী থাকল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 2025 আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই আগামী 3 বছর অর্থাৎ 2025, 2026 ও 2027 আইপিএল মরসুমের দিনক্ষণ ঠিক হয়ে গেল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2025 আইপিএল শুরু হচ্ছে আগামী 14 মার্চ থেকে। এই মরসুমের(IPL 2025) ফাইনাল অনুষ্ঠিত হবে 25 মে। আসন্ন আইপিএল মরসুম(IPL 2025) ছাড়াও 2026 সালের আইপিএল 15 মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে 31 মে। একইভাবে 2027 আইপিএল মরসুমের শুভারম্ভ হবে 14 মার্চ, শেষ হবে মে মাসের 30 তারিখ। আগামী 3 আইপিএল মরসুমের শুরু ও শেষের তারিখ নির্ধারণ করে ফ্রাঞ্চাইজি গুলিকে আইপিএল উইন্ডো পাঠিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র বলছে, পূর্ববর্তী ম্যাচগুলির মতই আসন্ন 2025 আইপিএলেও মোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও 2022, 2023-2027 আইপিএল সার্কেলের সম্প্রচার স্বত্ব বিক্রির পর 84টি করে ম্যাচ খেলানোর কথা ছিল।। তবে নতুন স্বত্ব অনুযায়ী তা কমে 74টি করা হয়েছে। যদিও নয়া
স্বত্ব বলছে, 2025 ও 2026 মরসুমে 84 টি ম্যাচ এবং সার্কেলের শেষ বছর অর্থাৎ 2027 মরসুমে 94টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। বলা বাহুল্য, আগামী 3 আইপিএল মরসুমে খেলার জন্য মূলত আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির অভিজ্ঞ ও কম অভিজ্ঞ খেলোয়াড়রা তাদের জাতীয় বোর্ড থেকে সম্মতি পেয়ে গিয়েছেন। তবে সেই তালিকায় নাম নেই পাকিস্তানের। ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে পাক ময়দানে যেতে গড় রাজি ভারত। ফলত সেই পথ ধরেই আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চায়না পাকিস্তান।

2025 আইপিএল দিয়ে শুরু করে সার্কেলের শেষ বছর অর্থাৎ 2027 আইপিএল মরসুম পর্যন্ত খেলার জন্য সবুজ সংকেত পাওয়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রথমেই নাম রয়েছে অস্ট্রেলিয়ার ছেলেদের। 2025 আইপিএলের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সব ক্রিকেটেই দেশের খেলোয়াড়দের ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সূত্রের খবর, 2026 সালে পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সফরের পর টেস্ট ক্রিকেটে 150 বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডের সঙ্গে একটি টেস্ট খেলে আইপিএলে যোগ দেবেন অজি তারকার। অস্ট্রেলিয়ার পাশাপাশি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়দের মোটামুটি আইপিএলের আগামী 3 মরসুমের জন্য পাওয়া যাবে বলেই খবর।

আরও পড়ুন: ‘প্রশ্নচিহ্ন’ দিয়েই ছড়িয়ে পড়ছে অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদ গুঞ্জন! শেষমেশ মুখ খুললেন খোদ অমিতাভ বচ্চন