Viral: ভিডিও কলে বার ডান্সারকে ফ্লাইং কিস তৃণমূল বিধায়কের, নিন্দায় সরব নেট নাগরিকরা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ভিডিও কলে পেশায় বার ডান্ডার এক মহিলাকে ফ্লাইং কিস ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল পানিহাটির তৃণমূল(TMC) বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল(TMC) নেতার রঙিন মুহূর্তের দৃশ্য(Viral Video) পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে বিধায়কের ভিডিও কলে থাকা মহিলাকে একজন বার ডান্সার বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজের X হ্যান্ডেল থেকে তৃণমূল বিধায়কের ভিডিও কলের দৃশ্য পোস্ট করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিওটি দেখা যাচ্ছে তা শুধুই লজ্জাজনক নয়, বরং মমতা ব্যানার্জির শাসনকালে পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা নিয়ে বিরাট আতঙ্ক তৈরি করেছে। রাজ্যে মহিলারা প্রতিনিয়ত দুষ্কৃতীদের শিকার হচ্ছেন। শাসকদলের আশকারাতেই এই ঘটনাগুলি ঘটছে।’

ভাইরাল হওয়া ভিডিওটির বর্ণনা দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরও লেখেন, ‘ভিডিওতে যেই ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি হলেন নির্মল ঘোষ। রাজ্য বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক।’ এর পরই আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে সুকান্ত জানান, ‘এই তৃণমূল নেতাই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাট করে বেআইনিভাবে তার দেহ দাহ করতে সাহায্য করেছেন। মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরনের নেতাকে কাজে লাগিয়ে রাজ্য চালাচ্ছেন। যা সত্যিই অবমাননাকর।’

প্রসঙ্গত, তৃণমূল বিধায়কের কর্মকাণ্ডের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তা ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পাশাপাশি নিজেদের ক্ষোভ কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন নেট নাগরিকরা। অজ্ঞাত পরিচয় মহিলাকে ভিডিও কলে তৃণমূল নেতার ফ্লাইং কিস দেওয়ার দৃশ্য দেখে আরেকজন মহিলা লিখেছেন, ‘ছিঃ ছিঃ ছিঃ’। অন্য এক নেট নাগরিক ভিডিওটি চাক্ষুষ করার পর ওই বার ডান্সারকে কাঠগড়ায় তুলে লিখেছেন, ‘সবার আগে তো এই মেয়েগুলি কে পরিচয় করানো টা দরকার এরা ঠিক কত নীচ। ছেলেরা শুধু খারাপ হয় মাত্র! ছা সা* ঠাকুর দার বয়েসি লোকের সঙ্গে নোংরামো। নো হোপস’।

আরও পড়ুন: চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন, চলে গেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেঘনাথন

ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE বাংলা