IPL 2025 Mega Auction: আর কিছুদিনের অপেক্ষা! শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম, দেখে নিন সমস্ত আপডেট

Published On:

বিক্রম ব্যানার্জী: আসন্ন 2025 আইপিএল মরসুমের(IPL 2025) জন্য ইতিমধ্যেই নিজেদের ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। আগামী 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম(Mega Auction)। যার জন্য হাপিত্যেশ করে বসে রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি সহ দেশ-বিদেশের খেলোয়াড়রা। রইল মেগা নিলামের(Mega Auction) যাবতীয় তথ্য।

মেগা নিলাম কী?


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী প্রতিবছরই আইপিএল শুরুর আগে দেশ-বিদেশের খেলোয়াড় বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হয়। তবে প্রত্যেক বছরের নিলাম মেগা নিলাম নয়। মেগা নিলামের মূল বিশেষত্ব হলো এই অনুষ্ঠান প্রতি তিন বছর অন্তর হয়ে থাকে। যে বছর মেগা নিলাম অনুষ্ঠিত হয় অর্থাৎ আসন্ন 2025 আইপিএল মরসুমের জন্য চলতি বছরের মেগা নিলামে প্রত্যেক দল বিগত বছরের খেলোয়ারদের মধ্যে সর্বোচ্চ 6 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে।

বাকিদের বেছে নিতে হয় নিলামে ওঠা খেলোয়াড়দের মধ্যে থেকে। এছাড়াও মেগা নিলামের আরও একটি বিশেষত্ব হলো মেগা নিলামে সবচেয়ে বেশি খেলোয়াড় বিক্রি হয়। ফলত খেলোয়াড় বেশি হওয়ায় নিলামের জন্য দুই দিন ধার্য্য করা হয়। এই নিয়ম মেনেই এবারের মেগা নিলামের দিন ঠিক হয়েছে 24 ও 25 নভেম্বর।

আরও পড়ুন: বিবাহ-বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই নতুন খবর, স্বামী হিসেবে একজন আদর্শ পুরুষ খুঁজছেন ঐশ্বর্য!

চলতি বছরের মেগা নিলামে কতজন খেলোয়াড় নাম লিখিয়েছেন?


প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2025 মরসুমের আইপিএলে খেলার জন্য মেগা নিলামে নাম লিখিয়েছিলেন মোট 1574 জন ক্রিকেটার। যদিও ফ্রাঞ্চাইজিগুলির সম্মতিতে নিলাম পর্বে জায়গা পেয়েছেন মাত্র 574 জন খেলোয়াড়। তাদের মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন খেলোয়াড় বিদেশি। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে 48 জনের। আশ্চর্যের বিষয় বাকি 318 জনই অ্যানক্যাপড(অভিষেক হয়নি)।

ভারতীয় ছাড়াও বিদেশি খেলোয়াড়দের পরিসংখ্যানে চোখ রাখলে সবচেয়ে বেশি নাম উঠে আসবে ইংল্যান্ডের খেলোয়াড়দের। মোট 38 জন ইংল্যান্ড ক্রিকেটার নিলামে রয়েছেন। ইংল্যান্ডের পরই সবচেয়ে বেশি খেলোয়াড় অস্ট্রেলিয়ার, সংখ্যা 37 জন। একইভাবে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে রয়েছেন 31 জন, ওয়েস্ট ইন্ডিজের 22, নিউজিল্যান্ডের 24, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের যথাক্রমে 19 ও 18 জন। এছাড়াও বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে 12 জন, আয়ারল্যান্ড ও আমেরিকার 2 জন, জিম্বাবুয়ের 3 জন এবং স্কটল্যান্ড থেকে 1 জন খেলোয়ার আইপিএলের নিলামে ওঠার অপেক্ষায়।

আইপিএলের মেগা নিলামে সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে একটি দল?
আইপিএলের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের কিনতে একটি দল সর্বোচ্চ 120 কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। উদাহরণ হিসেবে বলা যায়, মুম্বই ইন্ডিয়ানস ইতিমধ্যেই 5 জন খেলোয়াড়কে ধরে রাখায় ফ্র্যানঞ্জাইজির খরচ হয়েছে 75 কোটি টাকা। কাজেই হাতে থাকা মাত্র 45 কোটি দিয়েই বাকি প্লেয়ারদের কিনতে হবে মুম্বইকে।

দল গুলির রিটেনশন তালিকা

কলকাতা নাইট রাইডার্স


আন্দ্রে রাসেল (12 কোটি), সুনীল নারাইন(12 কোটি), বরুণ চক্রবর্তী(12 কোটি), রিংকু সিং(13 কোটি), হর্ষিত রানা(4 কোটি) ও রমণদীপ সিং(4 কোটি)।

মুম্বই ইন্ডিয়ানস


রোহিত শর্মা (16.30 কোটি), হার্দিক পান্ডিয়া (16.35 কোটি), যশপ্রীত বুমরা(18 কোটি), সূর্য কুমার যাদব(16.35 কোটি) ও তিলক বর্মা(8কোটি)।

চেন্নাই সুপার কিংস


মহেন্দ্র সিং ধোনি(4 কোটি), রবীন্দ্র জাদেজা(18 কোটি), ঋতুরাজ গায়কোয়াড়(18 কোটি), শিবম দুবে (12 কোটি) ও মাতিশা পাতিরানা(13 কোটি)।

দিল্লি ক্যাপিটালস

অক্ষর প্যাটেল (16.5 কোটি), কুলদীপ যাদব (13.25 কোটি), অভিষেক পোরেল (4 কোটি) ও ট্রিস্টান স্টাবস (10 কোটি)।

সানরাইজার্স হায়দরাবাদ

প্যাট কামিন্স (18 কোটি), অভিষেক শর্মা (14 কোটি), হাইনরিখ ক্লাসেন (23 কোটি), ট্রাভিস হেড (14 কোটি) ও নীতিশ রেড্ডি (6 কোটি)।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

নিকোলাস পুরান (21 কোটি), রবি বিষ্ণয় (11 কোটি), মায়াঙ্ক যাদব (11 কোটি), আয়ুশ বাদোনি (4 কোটি) ও মহসিন খান (4 কোটি)।

রাজস্থান রয়্যালস

সঞ্জু স্যামসন (18 কোটি), যশস্বী জয়সোয়াল (18 কোটি), রিয়ান পরাগ (14 কোটি), ধ্রুব জুরেল (14 কোটি), শিমরন হেটমায়ার (11 কোটি), সন্দীপ শর্মা (4 কোটি)।

পাঞ্জাব কিংস

শশাঙ্ক সিং (5.5 কোটি) ও প্রভসিমরন সিং (4 কোটি)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি (21 কোটি), রজত পাতিদার (11 কোটি), যশ দয়াল (5 কোটি)।

প্রসঙ্গত, চলতি বছর আইপিএলের নিলাম পর্ব শুরু হওয়ার পর সবার প্রথমে নিলামে উঠবেন মার্কি খেলোয়াড় অর্থাৎ দলগুলির আগ্রহের ভিত্তিতে নিলামের সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়রা। প্রতি সেটে 6 জন মার্কি খেলোয়াড় থাকবেন। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা আছে এমন খেলোয়াড়দের বিশেষত্ব অনুযায়ী ভাগ করে নিলামে তোলা হবে।

সেক্ষেত্রে ভাল ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেট কিপার , পেসার ও স্পিনারদের নাম আসবে এক এক করে। সব শেষে নিলামে উঠবেন আন্তর্জাতিক ক্রিকেটে অনভিষিক্ত অর্থাৎ অভিষেকের অপেক্ষায় থাকা কম অভিজ্ঞ খেলোয়াড়রা। মোট 574 জন খেলোয়াড়ের নিলাম শেষ হলে বিক্রি হয়নি এমন খেলোয়াড়ের পরবর্তীতে নিলামে তোলা হবে। বলা বাহুল্য, 2025 আইপিএল মরসুমের জন্য চলতি বছরের মেগা নিলামে যোগ দেবে 10 টি ফ্রাঞ্চাইজি।