Gautam Adani: গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ আনল আমেরিকা, হতে পারেন গ্রেফতার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ভারত তথা বিশ্বের শীর্ষ ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারপারসন গৌতম আদানি(Gautam Adani)। চলতি বছরে তার ধন-সম্পদ রেকর্ড হারে বেড়েছে। তবে অতি পরিচিত এই মুখের(Gautam Adani) বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ এনেছে আমেরিকা। গতকাল অর্থাৎ বুধবার নিউইয়র্কের ফেডারেল আইনজীবীরা গৌতম আদানি(Gautam Adani) ও তার বিশেষ সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দফতর মারফত এই তথ্য পাওয়া গিয়েছে।

আমেরিকার সরকারি আইনজীবীদের অভিযোগ, গৌতম আদানি ও তার সহযোগীরা ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতেন। শুধু তাই নয়, ঘুষের তথ্য যাতে ফাঁস না হয় তার জন্যও নানান ব্যবস্থা গ্রহণ করা হতো আদানি গ্রুপের পক্ষ থেকে। এছাড়াও পরবর্তীতে আদানি ও তার শুভাকাঙ্ক্ষীরা বিনিয়োগকারীদের কাছে ভারতীয় সরকারি কর্মীদের ঘুষের ব্যাপারে একাধিক মিথ্যা তথ্য দিয়ে এসেছেন। ভারতের স্বনামধন্য ব্যবসায়ী আদানির বিরুদ্ধে অভিযোগ এনে আরও বলা হয়, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের একাধিক টেন্ডার পেতে ভারতীয় সরকারি কর্মীদের 25 কোটিরও বেশি আমেরিকান ডলার ঘুষ দেওয়া হয়েছিল।

আমেরিকার সরকারি আইনজীবীদের বক্তব্য, সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে আদানি নিজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন। অভিযোগে রয়েছে আরও। বলা হয়, আদানি গ্রিন এনার্জি আমেরিকায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বন্ডের নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। সেই সাথে তার প্রতিষ্ঠানের দুর্নীতি ও ঘুষের তথ্য ঢাকতে নানান বিভ্রান্তিকর মন্তব্য করেছিলেন।

জানা যায়, গৌতম আদানি ছাড়াও আরও 7 জন ব্যক্তিকে ঘুষ ও প্রতারনার দায় অভিযুক্ত করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন গৌতম আদানির অত্যন্ত কাছের সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জির প্রাক্তন সিইও ভিতেন এস জেইনও। সূত্রের খবর, আর্থিক প্রতারণা ও সরকারি কর্মীদের ঘুষ দিয়ে টেন্ডার পাওয়ার অভিযোগে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারির পরোয়ানা।

আরও পড়ুন: রাশিয়ার পরমাণু নীতি বদলের পরই ইউক্রেনকে ল্যান্ডমাইন দিতে রাজি হলেন বাইডেন, কীসের ইঙ্গিত দিলেন আমেরিকান প্রেসিডেন্ট?