Terrorist Attack in Pakistan: পাকিস্তানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত 12 সেনা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: পাকিস্তানে(Pakistan) জঙ্গিদের(Terrorist) সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে দুই পক্ষ মিলিয়ে মোট 17 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল খাইবার পাখতুনখোয়ার বাগ-ময়দান মরকাজ অঞ্চল। সূত্রের খবর, অঞ্চলটির সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা(Terrorist attack) চালায় জঙ্গিরা। এরপরই সেনাবাহিনীর সাথে তুমুল সংঘর্ষে হতাহাতের ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর দুই পক্ষের বন্দুকযুদ্ধে 12 জন পাকিস্তানি(Pakistan) সেনা নিহত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার বান্নু জেলার মালিখেল তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গিগোষ্ঠী। যার জেরে প্রাথমিকভাবে 11 জন সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সেই সাথে আরও দুজন সেনা গুরুতর আহত হন। পাকিস্তানের সামরিক বাহিনীর তরফে নিহতদের সংখ্যা নিশ্চিত না করা হলেও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তিহার উপত্যকায় জঙ্গিদের সাথে সেনাবাহিনীর ভয়ংকর বন্দুকযুদ্ধে 12 জন সেনা নিহত হয়েছেন।

পাশাপাশি আরও 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করার খবরও পাওয়া গিয়েছিল। বলা বাহুল্য, মালিখেল অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের পরই নিরাপত্তা রক্ষীদের ওপর চড়াও হয় জঙ্গিরা। সূত্র বলছে, জঙ্গি গোষ্ঠীর সাথে নিরাপত্তারক্ষীদের লড়াইয়ে আখেরে ক্ষতি হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীরই। গোটা ঘটনায় 12 জন নিরাপত্তা কর্মী তথা সেনা নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সৈনিকের গুরুতর আঘাতের খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তান সফর বাতিল হওয়ার ঘটনা ‘হৃদয়বিদারক’, মন্তব্য ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলের অধিনায়কের