Paschim Midnapore: পিংলায় মিললো প্রাচীন সুড়ঙ্গ পথ, মাটি খুঁড়তেই রহস্য

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Paschim Midnapore: রহস্যের খাসমহল পিংলা (Pingla)! বাড়ি তৈরির ভিত খুঁড়তে গিয়ে মিললো প্রাচীন সুড়ঙ্গের হদিস! ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) পিংলা (Pingla) ব্লকের রাজবল্লভের। স্থানীয় এক বাসিন্দার বাড়ির ভিতের মাটি কাটার সময় চুন, সুড়কি ও ইঁটের তৈরি ঐ প্রাচীন সুড়ঙ্গের দেখা মেলে। যা কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়া হচ্ছিল। সেই সময়েই চুন, সুড়কি ও ইঁটের তৈরি ঐ প্রাচীন সুড়ঙ্গের হদিস মেলে। সুড়ঙ্গটি ১৫ ফুট দীর্ঘ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও পিংলা থানার আধিকারিকরা। তাঁরা সুড়ঙ্গ খতিয়ে দেখেন। তবে সুড়ঙ্গ থেকে কোনও নমুনার হদিস মেলেনি। প্রশাসনের তরফে ছবি তুলে বিশেষজ্ঞদের মতামত জানতে চাওয়া হয়েছে। সুড়ঙ্গটি বাদ দিয়ে বাড়ির বাকি অংশের কাজ চালানোর অনুমতিও দেওয়া হয়েছে।

Paschim Midnapore: পিংলায় মিললো প্রাচীন সুড়ঙ্গ পথ, মাটি খুঁড়তেই রহস্য

পশ্চিম মেদিনীপুরের পিংলার সুড়ঙ্গ

অন্যদিকে রহস্যের গন্ধ পেয়ে মশগুল পিংলার বাসিন্দারা। যদিও বিশেষজ্ঞরা ইটের নমুনা এখনও পরীক্ষা করেননি, কিন্তু পিংলার বাসিন্দারা আশা করছেন এটি ইতিহাসের সঙ্গে যুক্ত কোনও স্থাপত্য। পুরাতন কোনও স্থানীয় ইতিহাসের রহস্য উদঘাটনের অপেক্ষায় তাঁরা।