IPL 2025: সাকিব আল হাসানের পর আইপিএল নিলামে জায়গা পেলেন আরেক সাকিব, চেনেন এই ভারতীয় তরুণকে?

Published On:

বিক্রম ব্যানার্জী: আসন্ন 2025 আইপিএলের(IPL 2025) মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। 24 ও 25 নভেম্বরের সেই নিলামে নাম রয়েছে বাংলাদেশের ধুরন্ধর অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে অতি পরিচিত মুখ ক্রিকেট তারকা সাকিব ছাড়াও আরও এক সাকিবের(Sakib Hussain) জায়গা হয়েছে আইপিএল(IPL 2025) নিলামের চূড়ান্ত তালিকায়। নিলাম লিস্টে 30 লাখ টাকার বেইজ প্রাইসের এই সাকিব(Sakib Hussain) কিন্তু ভারতীয়। জন্ম বিহারের গোপালগঞ্জ জেলায়।

আরও পড়ুন: 91 বছরের বৃদ্ধাকে যৌন নির্যাতন, অভিযোগের তীর মাত্র 14 বছর বয়সী কিশোরের দিকে

বিহারের গোপালগঞ্জে বেড়ে ওঠা সাকিব হুসাইন ছোট থেকেই একজন বড় মাপের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নতে শান দিতে দিতেই পাটনা ক্রিকেট লিগে খেলার জন্য ডাক পড়ে তার। আর এই লীগের ম্যাচেই বল হাতে ভাগ্য ঘুরে যায় সাকিবের। ওপার বাংলার তারকা অলরাউন্ডার সাকিবের মতই ভারতের সাকিবেরও কব্জির জোর তুখোড়। দুরন্ত সুইংয়ের পাশাপাশি নজরকারা গতি ও তীক্ষ্ণ লাইন লেন্থ তাকে ক্রিকেটপ্রেমীদের নজরে অন্যতম সেরা বোলার বানিয়েছে।

পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগ খেলার পর বিহারের অনূর্ধ্ব-19 দলে নাম লেখান সাকিব। তবে নাম লিখিয়েই নিজের কর্তব্য ঝেড়ে ফেলেননি তিনি। সেখানে দুর্দান্ত পারফর্ম করে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের জায়গা করে নেন বিহারের এই তরুণ প্রতিভা। বল হাতে প্রত্যেক ম্যাচে সাকিবের দাপট তাকে 2022 সালে মুস্তাক আলী ট্রফিতে খেলার সুযোগ করে দেয়। এই টুর্নামেন্টে গুজরাটের বিপক্ষে মাত্র 20 রান দিয়ে 4 উইকেট ভেঙে ছিলেন সাকিব। বলা বাহুল্য, চলতি বছরের রঞ্জি ট্রফিতেও বিহারের হয়ে নিজের দুর্দান্ত ক্রীড়া শৈলির ছাপ রেখেছেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে 4 উইকেট নিয়েছেন 114 রান দিয়ে।

অন্যান্য টুর্নামেন্টের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজের জায়গা বুঝে নিয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। 2023 আইপিএল মরসুমে চেন্নাইয়ের হয়ে নেট প্র্যাকটিসে বল করেছেন সাকিব। এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে নিজের শেষ ম্যাচ খেলেছেন কলকাতার হয়ে। আশা করা হচ্ছে আসন্ন আইপিএল মরসুমে সরাসরি কলকাতা কিংবা চেন্নাইয়ের মত কোনও নামি দলের হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে। তবে সেই অনুমান সঠিক হলো কিনা তা জানা যাবে 25 নভেম্বর পরই।