Ayush Shinde: 152 বলে 419 রান, শচীনের রেকর্ড ভাঙলেন 15 বছর বয়সী আয়ুশ

Published On:

বিক্রম ব্যানার্জী: হ্যারিস শিল্ড টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছে ছেলেটা। নিজের নরম কাঁধে তুলে নিয়েছিল দলের গোটা দায়িত্ব। 152 বলে 43টি চার ও 28টি ছক্কা হাঁকিয়ে 419 রানের দুর্ধর্ষ অপরাজিত ইনিংস খেলেছে সে। যার দরুণ হ্যারিস শিল্ড টুর্নামেন্টের হাত ধরে ভেঙে ফেলেছে ক্রিকেট জগতের ভগবান শচীন টেন্ডুলকরের(Sachin Tendulkar) রেকর্ড। হ্যাঁ, সম্প্রতি এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে শুধুমাত্র ভারতের আয়ুশ শিন্ডের(Ayush Shinde) ব্যাটেই। কিশোর বয়সে তার ঝোড়ো ব্যাটিং অবাক করেছে সকলকেই।

419 রান অনেক ম্যাচে তাবড় তাবড় ক্রিকেট দলের পক্ষেও করা সম্ভব হয়ে ওঠে না। তবে তিন সংখ্যার এই মাইলফলক 152 বলে একাই ছুঁয়েছে আয়ুশ। প্রতিপক্ষকে নিজের অবস্থান বুঝিয়ে ব্যাটে ঝোড়ো হাওয়া তুলেছিল সে। আয়ুশের অসাধারণ ব্যাটিং তার দলকে 648 রান যোগায়। ফলত শত্রুপক্ষের লক্ষ্য বিরাট হওয়ায় 468 রানে ম্যাচ জেতে আয়ুশের দল। তবে ম্যাচে জয়ের পাশাপাশি যে রেকর্ড আয়ুশ গড়েছে তা পিছনে ফেলে দিয়েছে ভারতের জনপ্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ড।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হ্যারিস শিল্ড টুর্নামেন্টে মাত্র 16 বছর বয়সে শচীন টেন্ডুলকর ও অল্প বয়সী বিনোদ কম্বলির 664 রানের স্মরণীয় পার্টনারশিপ রয়েছে। যেখানে একাই 326 রান করেছিলেন শচীন। অন্যদিকে বিনোদের ঝুলিতে গিয়েছিল 349 রান। তবে বর্তমান প্রজন্ম দুজনের সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে আয়ুশের হাত ধরে। তবে ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের 12 বছর বয়সী শিল্ড টুর্নামেন্টের 439 রানের রেকর্ড ভাঙতে পারেননি আয়ুশ। তার রেকর্ড সরফরাজের থেকে মাত্র 21 রান দূরে। তবে আশ্চর্যের বিষয় এত অল্প বয়সে শচীন টেন্ডুলকরের মত একজন খেলোয়াড়ের রেকর্ড সহজেই টপকে গিয়েছে আয়ুশ শিন্ডে।

প্রসঙ্গত, হ্যারিস শিল্ড টুর্নামেন্টের হাত ধরেই টিম ইন্ডিয়ায় পদার্পণ করেন শচীন টেন্ডুলকর। একইভাবে সরফরাজ খান থেকে শুরু করে পৃথ্বী শও এই টুর্নামেন্ট খেলেই ভারতীয় দলে নিজেদের নাম লিখিয়েছিলেন। বলা বাহুল্য, হ্যারিস শিল্ড টুর্নামেন্ট মুম্বইয়ের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে পারলে তবেই সুযোগ হয় রঞ্জি ট্রফি খেলার। শুধু তাই নয়, এই শিল্ড টুর্নামেন্ট থেকেই ভারতের অনূর্ধ্ব-16 বা অনূর্ধ্ব-19 দলে জায়গা পাওয়ার সুযোগ থাকে নতুন মুখদের। কাজেই জাতীয় দলে জায়গা করতে চাইলে এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করা আবশ্যিক। আর সেই পথ ইতিমধ্যেই মসৃণ করে ফেলেছে আয়ুশ। ফলত, আগামী কয়েক বছরের মধ্যে ভারতের অনূর্ধ্ব-16 কিংবা অনূর্ধ্ব-19 দলে আয়ুশের ডাক পড়লে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: মুসলিম নামে আপত্তি! আসামের করিমগঞ্জ জেলার নাম বদলে ফেলল বিজেপি, তীব্র হচ্ছে সমালোচনা