Hong Kong: জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার নিষ্পত্তি! গণতন্ত্রপন্থী নেতা বেনি তাই সহ 45 জনের কারাদণ্ড ঘোষণা করল হংকংয়ের আদালত

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় মঙ্গলবার রায় দিয়েছে হংকংয়ের(Hong Kong) আদালত। আদালতের নির্দেশে গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রভাবশালী নেতা বেনি তাইকে(Benny Tai) 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পেশায় আইন বিশেষজ্ঞ বেনি তাইয়ের(Benny Tai) পাশাপাশি আরও 44 জন আধিকারিক কর্মীর ভিন্ন মেয়াদের সাজা ঘোষণা করা হয়েছে।

60 বছর বয়সী বেনি 2014 ও 2019 সালে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের আন্দোলনে মদদ জুগিয়ে আন্দোলন তীব্রতর করেছিলেন। অভিযোগ, 2020 সালের জুলাইয়ে বিশেষ ষড়যন্ত্রের উদ্দেশ্যে অধিকারক কর্মী ও রাজনীতিবিদদের একত্রিত করেছিলেন বেনি।যেই অভিযোগের ভিত্তিতে আদালতে বেনি তাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল হংকংয়ের এক আদালতে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় এক সরকারি আইন কৌঁসুলি তাকে ষড়যন্ত্রের সংগঠক বলে উল্লেখ করেছেন। সরকার পক্ষের আইনজীবীদের তোলা অভিযোগের ভিত্তিতে আদালত বেনি তাইকে 10 বছরের কারাদণ্ডের সাজা শোনায়। সেই সাথে আরও 44 জন অধিকারক কর্মীর বিভিন্ন মেয়াদের কারাদন্ডের সাজা ঘোষণা করেন বিচারপতিরা। সরকারপক্ষের আইনজীবীদের অভিযোগ, এই 44 জন ব্যক্তি হংকং সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন।

উল্লেখ্য, 2021 সালের জানুয়ারিতে হংকংয়ের জাতীয় নিরাপত্তা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গণতন্ত্রপন্থী নেতা বেনি তাই সহ মোট 47 জন আন্দোলনকারিকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে মার্চ মাসে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার কার্যক্রম শুরু হলে আদালতে বেনি সহ 31 জন অভিযুক্ত তাদের দোষ স্বীকার করে নেন। বর্তমানে অনেকেই জামিন অযোগ্য ধারায় জেলবন্দি রয়েছেন। সূত্রের খবর, সদ্য সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রভাবশালী অধিকারক কর্মী জোশুয়া আংও।

আরও পড়ুন: ‘আগুনে ঘি ঢালছে আমেরিকা’, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হলে পাল্টা জবাব পাবে সকলেই! হুঁশিয়ারি রাশিয়ার