Viral: মেট্রোতে তুলকালাম কান্ড! যুবককে মাটিতে ফেলে বেধড়ক মার যাত্রীদের

Published On:

বিক্রম ব্যানার্জী: মেট্রোর মধ্যেই যুবককে ফেলে গণপিটুনি দিচ্ছেন যাত্রীরা। সম্প্রতি দিল্লি মেট্রোর এমনই এক দৃশ্য ভাইরাল(Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক যুবককে মাটিতে ফেলে উদোম মারধর করতে দেখা গেছে অন্যান্য যাত্রীদের। সম্ভবত কোনও বিষয় নিয়ে বচসায় জড়িয়ে ছিলেন ওই যুবক। আর তারই মাসুল ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হলে তাকে। যেই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক নেট নাগরিকরা।

আরও পড়ুন: বাজার দখল করেছে নিষিদ্ধ চিনা রসুন, চিনে নিন এই উপায়ে

নেট পাড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরপাক খাওয়া একটি ভিডিও সোমবার নেটিজেনদের সামনে এসে হাজির হয়েছে। যেখানে এক অল্প বয়সী যুবকের ওপর চড়াও হতে দেখা গিয়েছে বেশ কয়েকজন যাত্রীকে। ভিডিওর প্রথমেই দেখা যায়, আকাশী রঙের হাফ শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এক মাঝ বয়সী ব্যক্তি নিজের সর্বশক্তি প্রয়োগ করে যুবককে উত্তম-মধ্যম দিচ্ছেন। লাথি-ঘুসি-চর কোনও কিছুই বাদ পড়েনি সেখানে। মেট্রোর মেঝেতে যুবককে ফেলে তাকে মারতে দেখে ওই ব্যক্তিকে সহযোগিতা করতে এগিয়ে আসেন আরও কয়েকজন জন যুবক।

এদিকে মাটিতে পড়ে থাকা যুবকের করুণ অবস্থা দেখে বেশ কয়েকজন সুবুদ্ধি সম্পন্ন যাত্রীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখা গিয়েছে। তবে মারমুখী ওই ব্যক্তি থামতেই রাজি নন। পা দিয়ে যুবকের বুকে একের পর এক লাথি মেরে চলেছেন তিনি। যেই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন মেট্রোর কোনও এক যাত্রী। এরপরই তা সমাজ মাধ্যমে পা রাখতেই ভাইরাল হচ্ছে দাবানলের গতিতে।

ভিডিওটিতে যুবকের করুণ অবস্থার সাক্ষী হয়ে একজন লিখেছেন, ‘দিল্লি মেট্রোতে এই ঘটনা এখন রোজকার রুটিন হয়ে গেছে।’ আরেকজন নেট নাগরিক যুবককে মারধর করার বিষয়টিকে একপ্রকার সমর্থন জানিয়ে লিখেছেন, ‘নিশ্চয়ই চুরি করছিল এই জন্যই’ সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে আসছে একাধিক মিশ্র প্রতিক্রিয়া।

ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE বাংংলা