Education Policy: ফের বদল ঘটবে কেন্দ্রীয় শিক্ষানীতিতে? কানাঘুষো তেমনই শোনা যাচ্ছে। কিছুদিন আগেই চার বছরের শিক্ষানীতি (Education Policy) শুরু করেছিল কেন্দ্র। যেখানে পড়ুয়াদের স্নাতকস্তরের পড়াশোনা শেষ করতে হত চার বছরে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে তিন বছরে যদি কোন পড়ুয়া তার স্নাতকস্তরের পড়াশোনা শেষ করতে পারে তবে তাকে ডিগ্রি দিয়ে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। খুব তাড়াতাড়ি ইউজিসি এই বিষয়ে পদক্ষেপ করতে পারে।
কেন্দ্রের পক্ষ থেকে নতুন শিক্ষানীতি প্রণয়নের পরেই শুরু হয়েছিল বিতর্ক। প্রশ্ন উঠেছিল কেন্দ্রের এই শিক্ষানীতি আদৌ ছাত্র – ছাত্রীদের কতটা উপকারে আসবে। দীর্ঘ টালবাহানার পর কেন্দ্রের শিক্ষানীতির পাল্টা রাজ্য শুরু করেছিল রাজ্যের শিক্ষানীতি। অন্যদিকে তামিলনাড়ু এখনও পর্যন্ত কেন্দ্রের শিক্ষানীতিকে মান্যতা দেয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্র ফের নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেছে বলে সূত্রের খবর।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেছেন ‘সমস্ত রাজ্যের কেন্দ্রের শিক্ষানীতিকে মান্যতা দেওয়া প্রয়োজন। কারণ এর ফলে আখেরে লাভ হচ্ছে ছাত্র – ছাত্রীদের।’ তবে কেন্দ্রের এই নীতি প্রসঙ্গে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষাবিদদের একাংশের মতে প্রথমে একজন পড়ুয়াকে চার বছরের শিক্ষানীতির কথা বলে পরে তাকে ফের তিন বছরের শিক্ষানীতির কথা বললে সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া অনেকেই মনে করছেন কলেজ – বিশ্ব বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত সমস্যা থাকায় বারবার কেন্দ্রের নীতি পরিবর্তন শিক্ষক এবং ছাত্র – ছাত্রী উভয়পক্ষকেই সমস্যায় ফেলছে।