কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৭ই নভেম্বর ২০২৪।
মেষঃ পারিবারিক জীবনে একটা চাপা টেনশন আজ থাকবে। প্রেমিক-প্রেমিকার শুভ দিন। বাইকে করে কোনও মনোরম পার্কে বা হোটেলে ঘুরতে যাবার দিন। বেকারদের আজ কিছু অস্থায়ী কর্মের যোগ আসবে। বন্ধুরা আজ খুব সাহায্যকারী হবে। স্বামী-স্ত্রীর বোঝাপড়া ভালোই থাকবে।

বৃষঃ মেধার দ্বারা অক্ষমতাকে জয় করতে পারবেন। আজকের দিনে খেলাধূলায় নিযুক্ত ব্যবহার। সমাজসেবায় মন টানবে। কোন ধর্মকুল বা আত্মীয়র বাড়িতে যেতে পারেন আজকে।
মিথুনঃ কাউকে অর্থ ধার দিলে ফেরত পেতে অসুবিধা। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আরো মধুর হবে। সন্তান নিয়ে গর্ববোধ। প্রেমে ঝামেলার নির্দেশ করছে। ব্যবসায়ে আজ লাভের মধ্যে বোঝাপড়া ভালোই থাকবে।
কর্কটঃ পরিশ্রম করেও আশানুরূপ ফল নাও মিলতে পারে। দাম্পত্য কলহের সম্ভাবনা। আর্থিক উন্নতি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাবে। নিকটাত্মীয়ের সঙ্গে অকারণে বিবাদ হতে পারে।
সিংহঃ শত্রুরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি সজাগ থাকুন। গুরুজন ব্যক্তির দ্রুত আরোগ্য, তাতে মানসিক শান্তি। আজ পরিবারের আনন্দের জন্য কিছু অর্থ খরচ হবে। কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান। বিপদের সময় আপনার হিতাকাঙ্খীরা কিন্তু সাহায্য করবে। আজ প্রেমিক-প্রেমিকার ডেটিংয়ে যাওয়ার সুযোগ আছে। কোনও উপহার প্রাপ্তিও হতে পারে।
কন্যাঃ কর্মে ও ব্যবসায় উন্নতি। আয় বৃদ্ধি। অপ্রিয় সত্য বলায় বিপত্তি হতে পারে। ব্যয়ও বাড়বে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
তুলাঃ বিপদের সময় স্বামী-স্ত্রীর একে অন্যকে সাহায্য দান। প্রেম যেমন চলছিল তেমনি চলবে। খেলোয়াড়দের শুভফল। রাজনীতিতে শুভ। ডাক্তারবাবুদের কাজের চাপ বাড়বে, চাইলেও আরাম করতে পারবেন না। নিয়মিত পেট পরিষ্কার না হওয়ায় গ্যাসের সমস্যা বাড়বে।
বৃশ্চিকঃ কর্মে সাফল্য। শারীরিক সমস্যায় অর্থব্যয় হতে পারে। প্রেমে জট কাটবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে সুসময়। ধনাগম যোগ শুভ।
ধনুঃ স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে দেবেন না। মনে রাখবেন ভুল মানুষ মাত্রেরই হয়। কোনও আত্মীয়র কথায় মন খারাপ। কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান। প্রেমিক ও প্রেমিকা অন্যকে শ্রদ্ধা করুন নতুবা বিপর্যয় অনিবার্য। ব্যবসায় লাভ। সাংবাদিক ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ দিন।
মকরঃ কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে হবে।অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা। পরিশ্রমের পর সাফল্য আসবে। আধ্যাত্মিক কর্মে শান্তি।
আরও পড়ুনঃ পৃথিবীকে উষ্ণায়ন থেকে বাঁচাতে পারে বনাঞ্চল, নতুন দিশা আইআইটি খড়গপুরের গবেষণায়
কুম্ভঃ আজ আর্থিক লাভে যোগ নির্দেশ করছে সন্ধ্যার দিকে আজ ক্লান্তিকর লাগবে। কোনও আত্মীয় বা পরিচিতের আজ সন্তান প্রাপ্তিতে আনন্দ হবে। আজ প্রেমের জীবন মধুর, এক সঙ্গে ঘোরাঘুরি আর খাওয়া-দাওয়ার দিন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগদান। আজ স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে।
মীনঃ বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসা ও কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখতে হবে। শারীরিক সমস্যা বাড়বে।অন্যের প্ররোচনা পা না দেওয়াই ভালো। প্রতারিত হওয়ার সম্ভাবনা।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।