বিক্রম ব্যানার্জী: বিজেপি(BJP) সাংসদের তরফে আয়োজন করা হয়েছিল মটন পার্টির(Mutton Party)। সেই মত উপস্থিত হয়েছিলেন দলীয় কর্মী থেকে শুরু করে অন্যান্য আমন্ত্রিতরাও। অতিথিদের খাবার পরিবেশন করার আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, পরিস্থিতি জটিল হয় পাতে মাংসের বদলে ঝোল দেওয়ায়। থালায় খাসির মাংসের বদলে ঝোল দেখে তেলে-বেগুনে জ্বলে ওঠেন দলীয় সদস্যরা। শুরু হয় তুমুল হাতাহাতি। দলীয় কর্মীদের সংঘর্ষে একপ্রকার রণক্ষেত্রের চেহারা নেয় বিজেপি(BJP) বিধায়কের পার্টি(Mutton Party)। ঘটনাস্থল উত্তর প্রদেশের ভদোহি জেলার মির্জাপুর।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ভদোহির বিজেপি সাংসদ বিনোদ বিন্দ মির্জাপুরের এক দলীয় কার্যালয়ে মটন পার্টির আয়োজন করেছিলেন। সংসদের উদ্যোগে আয়োজিত পার্টিতে নিমন্ত্রিত ছিলেন প্রায় কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক। নিয়ন্ত্রণ রক্ষা করতে দলে দলে উপস্থিত হয়েছিলেন সকলে। এরপরই একে অপরের মধ্যে আলাপচারিতা সেরে খাবার টেবিলে পৌঁছতেই ঘটে বিপত্তি। কারণটা অবশ্য নিমন্ত্রিতদের খাবার পাতে খাসির মাংসের বদলে শুধুই ঝোলের উপস্থিতি। হ্যাঁ, মাংস না পেয়ে একপ্রকার চরম অপমানিত হয়ে পরিবেশনকারীদের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়েন নিমন্ত্রিতরা।।
দীর্ঘ বাক যুদ্ধের পর পরিস্থিতি নেমে আসে হাতাহাতিতে। নিমন্ত্রিত দলীয় কর্মীদের সাথে পরিবেশনকারীদের সংঘর্ষ চরমে ওঠে। এদিকে বেশ কয়েকজন নিমন্ত্রিতকে খাবার জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ আবার খাওয়ার পর অবশিষ্টটুকু বাড়ির জন্য টিফিন বক্সে করে গুছিয়ে নিয়ে যাচ্ছিলেন। সব মিলিয়ে বিজেপি সংসদের দলীয় পার্টি ঘিরে হই হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। বলা বাহুল্য, আগামী 20 নভেম্বর উত্তরপ্রদেশের মাজওয়ান বিধানসভা আসনে উপনির্বাচন। আর সেই কথা মাথায় রেখেই বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের জন্য মটন পার্টির আয়োজন করেছিলেন বিজেপি সাংসদ বিনোদ বিন্দ। তবে উদ্যোক্তা ও পরিবেশনকারীদের গাফিলতির কারণে তা সম্পূর্ণ ভেস্তে যায়।
আরও পড়ুন: জনসনের তোপের মুখে পড়ে বিপদ সীমায় পাকিস্তান, হাতছাড়া দ্বিতীয় ম্যাচও