Australia VS Pakistan: 148 রানের লক্ষ্যে বাঁধা পরে সিরিজ বাঁচাতে মরিয়া পাকিস্তান, আঁটসাঁট বোলিংয়ে অস্ট্রেলিয়া

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ওয়ানডের আত্মবিশ্বাস বুকে নিয়ে মাঠে নামা রিজওয়ানের দল টি-টোয়েন্টির প্রথমটিতে অস্ট্রেলিয়ার(Australia) কাছে 29 রানে হেরেছে। সিরিজে প্রতিপক্ষকে শায়েস্তা করতে দ্বিতীয় ম্যাচেও কোমর বেঁধে নামে পাক শিবির। আব্বাস আফ্রিদিদের কব্জির জোর অজিদের 9 উইকেট ভাঙলে 20 ওভারে 147 রানে ঘরে ফেরে অস্ট্রেলিয়ানরা। বর্তমানে ইংলিশদের তৈরি লক্ষ্যে বাঁধা পরে সিরিজ বাঁচানোর চেষ্টায় হাত লাগানো পাকিস্তান(Pakistan) প্রথম 3 ওভারের আগেই 2 উইকেট হারিয়েছে।

টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচের শুরুটা ব্যাট হাতে ভালই করেছিল অস্ট্রেলিয়া। তবে খেলা কিছুটা গড়াতেই সেই পথে বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তানি বোলাররা। নিজেদের অবস্থান নিশ্চিত করতে একাই অস্ট্রেলিয়ার 4 উইকেট ভেঙেছেন হারিস রউফ। তিন উইকেট এসেছে আব্বাস আফ্রিদির হাত ধরে। প্রথমদিকে বিনা উইকেটে পঞ্চাশ সম্পূর্ণ করার পরই অস্ট্রেলিয়ার শিবিরে ভাঙন ধরেছিল। পাকিস্তানের বলের জোর একের পর এক উইকেট তুলতে থাকে অজিদের।

অস্ট্রেলিয়ানদের মধ্যে শুধুমাত্র ম্যাথু শর্টই 17 বলে 30-এর গণ্ডি পার করেছিলেন। শেষ পর্যন্ত অলআউটের দ্বারপ্রান্তে উপস্থিত হওয়া অস্ট্রেলিয়া 20 ওভার শেষে 9 উইকেটে 147 রান করে ফিরলে মাঠে নেমে প্রথম 3 ওভারেই ব্যাট ছাড়তে হয় 2 পাকিস্তানি খেলোয়াড়কে। 3 বলে 3 রান করে ফেরেন বাবর আজম। সেই সাথে 10 বলে মাত্র 5 রান করে মাঠ ছাড়েন ফারহানও। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 5 ওভারে 2 উইকেট হারিয়ে 27 রানে দৌড়াচ্ছিল পাকিস্তান। এখন দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির হার এড়াতে নিজেদের কোন পর্যায়ে নিয়ে যেতে পারে রিজওয়ানের দল।

আরও পড়ুন: ‘আমি সব সময়েই খারাপ ছেলে ছিলাম, মাকে কখনও সুখ দিতে পারিনি….’ আক্ষেপ অরিজিৎ-এর