Vaibhav Suryavanshi: এক বছরে 49টি সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলের নিলামে 13 বছর বয়সী বৈভব, চেনেন তাকে?

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ছোট থেকেই একজন বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। সেই রাস্তা মসৃণ করতে মাত্র 13 বছর বয়সেই ভারতের অনূর্ধ্ব-19 টেস্ট দলে নাম লেখায় সে। দেশের জার্সি গায়ে গত সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে মাত্র 58 বলে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছে যে, তার নামটা বহুবার উচ্চারিত হয়েছে ভারতীয় ক্রিকেটে। হ্যাঁ, এই বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) গোছানো ক্রিকেট মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। এবার সেই বৈভবই জায়গা পেল আসন্ন 2025 আইপিএলের(IPL) চূড়ান্ত নিলাম তালিকায়।

মাত্র 12 বছর 284 দিন বয়সকে পুঁজি করেই ব্যাট হাতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়েছিল বৈভব। তার ক্রিকেট দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সাহস হয় না তাবড় তাবড় ক্রিকেটারের। কেননা, মাত্র 13 বছর বয়সেই রঞ্জি ট্রফিতে নিজের ক্রীড়াশৈলীর ছাপ রেখেছে বিহারের এই কিশোর। তবে রাজ্যের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে কেরিয়ারের শুরুটা খুব একটা ভাল হয়নি তার। এখনও পর্যন্ত 5 ম্যাচ মিলিয়ে বৈভবের রান সংখ্যা 100। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ 41 রানের ইনিংস গড়েছে চলতি মাসেই। রঞ্জি ট্রফির পাশাপাশি কিশোর বয়সেই হেমান ট্রফি ও কোচবিহার ট্রফিতেও খেলেছে সে।

ভিনু মানকড় ট্রফিতে 400 রান ও হেমান ট্রফিতে 8 ম্যাচ খেলে 800 রানের বিরাট রেকর্ড রয়েছে বৈভবের। এছাড়াও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত রণধীর বর্মা অনূর্ধ্ব-19 ওয়ানডে টুর্নামেন্টেও পরপর 3টি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মাত্র এক বছরে একাধিক টুর্নামেন্ট মিলিয়ে 49টি সেঞ্চুরি হাঁকিয়েছে বৈভব। কাজেই বয়স কম হলেও সমীকরণ বলছে তার গোছানো ক্রিকেট ও দ্রুত রান করার দক্ষতা তাকে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে দিয়েছে।

তবে নিলামে উঠলে আদৌ কোনও ফ্র্যাঞ্চাইজি বৈভবকে দলে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ একজন স্বল্প অভিজ্ঞতার খেলোয়ারকে দলে রেখে কতটা কাজের কাজ হবে তা নিয়েও ভাববে দলগুলি। তবে আইপিএল এর ক্ষেত্রে কিছুই বলা যায় না! অনেকেই মনে করছেন বৈভবের রেকর্ড ভাল থাকায় অল্প দাম দিয়ে তাকে দলে রাখতে পারে যেকোনও ফ্র্যাঞ্চাইজি। ফলত, আসন্ন আইপিএলে বৈভবের ভবিষ্যৎ কী তা জানতে অপেক্ষা করতে হবে 25 নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: ইজরায়েলি হামলায় লেবাননে আরও 12 জন স্বাস্থ্যকর্মী নিহত, শোক প্রকাশ WHO-র