Digha Satyajit Park: শিশু দিবসের উপহার! দীঘার পার্কে গুপি-বাঘা অপু-দুর্গা

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Digha Satyajit Park: সৈকত শহর দীঘায় (Digha) শিশুদের জন্য শিশু দিবসের উপহার সত্যজিৎ পার্ক (Satyajit Park)। পার্ক জুড়ে গুপি, বাঘা, অপু, দুর্গাদের মূর্তি। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে গড়ে উঠছে সত্যজিৎ রায় (Satyajit Ray) পার্ক। দীঘায় (Digha) আগত শিশুদের জন্যই মূলত পুরাতন দীঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে গড়ে উঠছে এই থিম (Satyajit Park) পার্কটি।

দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে তৈরি হতে চলা সত্যজিৎ রায় পার্কের মূল আকর্ষণ হতে চলেছে, বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন কালজয়ী সিনেমার থিম। পার্কে থাকছে গুপি গাইন বাঘা বাইন সিনেমার দুই বিখ্যাত চরিত্র গুপি ও বাঘার বিভিন্ন মূর্তি। থাকবে পথের পাঁচালির অপু ও দুর্গার মূর্তি। এছাড়াও পরিচালকের বিভিন্ন সিনেমার ছবিও ব্যবহৃত হবে পার্কটি সাজিয়ে তুলতে।

Digha Satyajit Park: শিশু দিবসের উপহার! দীঘার পার্কে গুপি-বাঘা অপু-দুর্গা

দীঘা সত্যজিৎ পার্ক

সাম্প্রতিক সময়ে সৈকত শহর দীঘা আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। উদ্যোগ নিয়েছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদও। ভালো রাস্তা, সাউন্ড সিস্টেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরীর আদলে জগন্নাথের মন্দির নির্মাণ করা হচ্ছে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পর্যটকদের জন্য চালু করছে প্রমোদ তরী পরিষেবা। এবার সেই তালিকায় নুতন সংযোজন সত্যজিৎ রায় থিম পার্ক। শীতের সময়ে এমনিতেই পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য দীঘা। এবার সেই ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।