RG Kar Hospital: ফের লাইমলাইটে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। একটি বড় ঘটনার খবর সামনে এসেছে। হাসপাতালে অবস্থিত অপারেশন থিয়েটারের ছাদ হঠাৎই ধসে পড়ে এদিন। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চত্বরে রয়েছে এই অপারেশন থিয়েটার। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বলা হচ্ছে, বৃহস্পতিবার যখন এই দুর্ঘটনা ঘটে তখন অপারেশন থিয়েটার বন্ধ ছিল এবং সেখানে কেউ উপস্থিত ছিলেন না।
কোন গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে (RG Kar Hospital)?
আরজি কর মেডিকেল কলেজে কর্মরত একদল চিকিৎসক, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে ছাদ ধসের ঘটনাকে আর্থিক অনিয়মের সঙ্গে লিঙ্ক করেছেন। হাসপাতালের অবকাঠামো রক্ষণাবেক্ষণে বছরের পর বছর অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তাঁরা। হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত কাজে গাফিলতি নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জানানো হয়েছে, রাজ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) পরিবর্তে তাঁর বিশ্বস্ত সংস্থাগুলির দ্বারা এই ধরনের কাজ করতেন সন্দীপ।
আরও পড়ুন: Robbers Gang: ফের শিরোনামে বাংলাদেশ, কোয়ার্টারে লুটপাট চালিয়ে এক শিশুকে তুলে নিয়ে গেল ডাকাত দল
দুর্ঘটনা নিয়ে কী কী বললেন চিকিৎসকরা?
এ প্রসঙ্গে, হাসপাতালের সঙ্গে যুক্ত একজন জুনিয়র চিকিৎসক জানান, যে অপারেশন থিয়েটারের ছাদ ধসে পড়েছে।, তার অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তা উপেক্ষা করা হচ্ছে বলে জানান ওই জুনিয়র চিকিৎসক। তাঁর আরও দাবি, অপারেশনের সময় ছাদ ধসের ঘটনা ঘটলে, সেখানে উপস্থিত রোগী, চিকিৎসক ও নার্সিং স্টাফদের জীবন বিপন্ন হতে পারত। আরও এক জুনিয়র চিকিৎসক জানান, এই অপারেশন থিয়েটার ছাড়াও হাসপাতালের সার্জারি বিভাগের আরও অনেক মেডিক্যাল রুমের অবস্থা খুবই খারাপ। এটি সম্পূর্ণভাবে মেরামত ও রক্ষণাবেক্ষণ না করা পর্যন্ত, ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা উড়িয়ে দেওয়া যাবে না।
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এ ঘটনার সময় (RG Kar Hospital) অপারেশন থিয়েটার বন্ধ ছিল। ওই অপারেশন থিয়েটারে কেউ উপস্থিত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।