Robbers Gang: ফের শিরোনামে বাংলাদেশ, কোয়ার্টারে লুটপাট চালিয়ে এক শিশুকে তুলে নিয়ে গেল ডাকাত দল

Published On:

বিক্রম ব্যানার্জী: ভয়াবহ কান্ড! বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারে শুক্রবার হানা দেয় একটি ডাকাত দল(Robbers Gang)। সূত্রের খবর, আবাসনের একটি রুম থেকে টাকা ও সোনা গয়না সহ এক শিশুকে অপহরণ করে নিয়ে যায় ডাকাত বাহিনী(Robbers Gang)। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

পরিবারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরের ওই কোয়ার্টারে থাকতেন ফারজান আক্তার নামক এক মহিলা। পেশায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ওই মহিলার রুমে ঢুকে শুক্রবার সকালে উৎপাত চালায় একটি ডাকাত দল। সেই সময়ে ঘরে নগদ আড়াই লাখ টাকা সহ চার ভরি সোনার গহনা ছিল। সমস্তটাই হাতিয়ে নেয় ডাকাতেরা। শুধু তাই নয়, মহিলাকে হুমকি দিয়ে তার ছোট্ট সন্তানকেও বগলদাবা করে নিয়ে যান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ফারজানার সহকর্মী জানান, অফিস কলিগের বাড়িতে ডাকাতি হয়েছে এ খবর জানা মাত্রই তড়িঘড়ি সেখানে ছুটে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছে শোনেন ডাকাতেরা সোনা গহনা সহ কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। একই সাথে ছোট বাচ্চাটিকেও নিয়ে গিয়েছে তারা। গোটা বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর লালবাগ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশের তরফে বাচ্চাটিকে খুঁজে বের করার আশ্বাস মিলেছে। বাংলাদেশের অতি পরিচিত সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: স্ক্যামারদের জব্দ করবে এই AI টুল, রইল বিস্তারিত