New AI Tool: স্ক্যামারদের জব্দ করবে এই AI টুল, রইল বিস্তারিত

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: দীর্ঘ গবেষণার পর অবশেষে স্ক্যাম প্রতিরোধকারী নয়া AI টুল(AI tool) নিয়ে এল ব্রিটেনের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি O2। সংস্থাটি জানিয়েছে, তাদের এই নয়া প্রযুক্তি সাধারণ মানুষের ফোনে বিভিন্ন স্ক্যাম কলগুলিকে প্রতিহত করবে এবং গ্রাহকদের স্ক্যামারদের(Scammers) হাত থেকে বাঁচাবে। ডেইজি নামক নতুন AI টুল(AI tool) বানাতে এমন কিছু স্ক্যামবেইটারদের সাথে কাজ করেছে সংস্থাটি যারা বিভিন্ন স্ক্যামার নেটওয়ার্কে নিমেষে ব্যাঘাত ঘটাতে সক্ষম।

ব্রিটেনের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি O2 দাবি করেছে, দীর্ঘ গবেষণায় তাদের নয়া AI টুলটি অসংখ্য স্ক্যাম কল নষ্ট করেছে এবং দীর্ঘক্ষণ ধরে স্ক্যামারদের আটকে রাখতে সফল হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এমন কিছু ফোন কল ছিল যেগুলিতে স্ক্যামারদের ভিন্ন পথে চালনা করে AI টুলটি তাদের 40 মিনিটেরও বেশি সময় নষ্ট করতে সক্ষম হয়েছে। এছাড়াও স্ক্যাম কলগুলির অপর প্রান্তে থাকা ব্যক্তিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে মনগড়া ও ভুয়ো তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটি।

আরও পড়ুন: ভারতে এসে দীর্ঘদিন প্রেম! তারপর বিয়ে, নাগরিকত্ব দাবি করলেন বাংলাদেশী মহিলা

প্রসঙ্গত, হ্যাকার বা স্ক্যামারদের দীর্ঘক্ষণ বিভ্রান্তিকর তথ্য দিয়ে আটকে রাখার ক্ষেত্রে ডেইজি টুলটি সিদ্ধহস্ত। জানা যায়, বেশ কয়েকজন ব্যবহারকারীর ফোনে আসা স্ক্যাম কল গুলি চিহ্নিত করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্ক্যামারদের ফিরতি পথ দেখিয়েছে এই AI টুল। O2 সংস্থার ডিরেক্টার অফ ফ্রড মারে ম্যাকেঞ্জি জানান, জালিয়াতি ধরতে আমরা আমাদের কাজ করছি। ফায়ারওয়াল প্রযুক্তিতে বিনিয়োগ থেকে শুরু করে ভুয়ো তথ্য ছড়ানো ও AI চালিত স্ক্যাম কলগুলি শনাক্ত করে সেগুলিকে নষ্ট করার কাজ করছে ডেইজি। আমাদের টিমের প্রচেষ্টায় সাফল্য এসেছে।