বিক্রম ব্যানার্জী: মারাত্মক বায়ু দূষণে ধুঁকছে পাকিস্তান(Pakistan)। লাহোরের পাঞ্জাব প্রদেশে বাতাসের খারাপ গুণমানের কারণে গোটা এলাকা ঘন ধোয়ার চাদরে ঢেকে যাচ্ছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বায়ুর গুণমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করেছে। পাকিস্তানের(Pakistan) এই শহরের বায়ু দূষণের স্কোর 682। যা বাতাসের অত্যন্ত খারাপ পর্যায়েকে নির্দেশ করে। এর জেরে দূষণজনিত স্বাস্থ্য সংকটে ভুগতে পারেন নাগরিকরা। এহেন আবহে বৃষ্টি আনতে নামাজ-ই-ইস্তিসকা বা বিশেষ প্রার্থনার(Prayers) আহ্বান জানিয়ে পাক প্রধানমন্ত্রী(Prime minister) শেহবাজ শরীফ(Shehbaz Sharif)।
আরও পড়ুন: যা শুরু তাই শেষ, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই অবসর টিম সাউদির
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিবেশ দূষণ ঠেকাতে বৃষ্টির কার্যকারিতার ওপর জোর দিয়ে বিশেষ প্রার্থনায় নাগরিকদের অংশগ্রহণের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, দেশজুড়ে শুষ্ক আবহাওয়ার কারণে যে চলমান দূষণ সৃষ্টি হয়েছে তা রোধ করতে বৃষ্টির প্রয়োজন। সেই কারণে বৃষ্টিকে স্বাগত জানাতে জনগণকে আল্লাহর সাহায্য কামনা বা বিশেষ প্রার্থনা করার আহ্বান জানানো হচ্ছে। পাক প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিকে নামাজ-ই-ইস্তিসকা পড়ার অনুরোধ করছি। এবং বৃষ্টির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। সুফি নেতা সহ ধর্মীয় পণ্ডিতরা এই প্রার্থনার আয়োজন করুন।’
এদিন বায়ু দূষণের জেরবার পাকিস্তানের কঠিন পরিস্থিতি উল্লেখ করে বৃষ্টির উপকারিতা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘এই দূষণ বৃষ্টির অভাবে বেড়েছে। যা হলে পরিবেশের উন্নতির পাশাপাশি দূষণ রোধ ও কঠিন রোগের সাথে লড়াই করা সম্ভব হবে। বৃষ্টি হলে গোটা দেশজুড়ে শান্তির বাতাবরণ তৈরি হবে। দূষণ কমবে, সেই সাথে সাধারণ মানুষ স্বাস্থ্য সংকট থেকে মুক্তি পাবেন।’ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়ে পাক প্রধানমন্ত্রী শেষ সংযোজন, ‘কঠিন পরিস্থিতিতে সকলের একজোট হওয়া প্রয়োজন। ফেডারেল ও প্রশাসনের উদ্যোগে গোটা দেশে নামাজ-ই-ইস্তিসকার আয়োজন করা হোক।’