চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Purba Midnapore: বিগত বেশ কয়েকবছরে আবাস যোজনায় (Awas Yojna) বাড়ি পাওয়া নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছে অহোরাত্র! কিন্তু এবার এক অন্য ঘটনা পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) পাঁশকুড়া (Panskura) ১নং ব্লকে। পাঁশকুড়ার নস্করদিঘী গ্রামে তৃণমূলের (TMC) বুথ সভাপতি সপরিবারে মাটির বাড়িতে বসবাস করেন। তিনি আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন প্রশাসনকে। এমন ঘটনা অবাক করেছে সাধারণ মানুষকে।
পাঁশকুড়ার নস্করদিঘীর বাসিন্দা শক্তিপদ মান্না তৃণমূলের (TMC) বুথ সভাপতি। রাজনীতির সঙ্গে যুক্ত হলেও পেশায় তিনি কৃষক। ২০১৬ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জয় লাভ করেন তিনি। অনাস্থা ভোটে ২ বছরের জন্য উপপ্রধানের পদেও বসেন শক্তিপদ। তাঁর স্ত্রীও তৃণমূলের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এহেন তৃণমূল নেতা অ্যাসবেস্টরস দেওয়া মাটির বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করেন। ২০১৩ সালে একটা পাকা বাড়ি পাওয়ার জন্য আবাস যোজনার তালিকায় তিনি নিজের নাম নথিভুক্ত করেছিলেন। সার্ভে হওয়ার পর তাঁর আবেদন মঞ্জুর হয়। ২০২৪ সালের আবাস যোজনায় বাড়ি প্রাপকদের তালিকায় শক্তিপদবাবুর নাম এসেছে। কিছুদিনের মধ্যেই বাড়ি করার জন্য আবাস যোজনার টাকা তিনি পেতেন। কিন্তু হঠাৎ করেই তিনি আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শক্তিপদবাবুর মাটির বাড়ি
শক্তিপদবাবু আবাস যোজনায় বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত দলকে জানানোর পর পাঁশকুড়া ১ নম্বর ব্লকে গিয়ে বিডিও-র কাছে লিখিত জমা দেন। তিনি আবাস যোজনার তালিকা থেকে তাঁর নাম বাদ দিতে অনুরোধ করেছেন। এখনও তিনি ও তাঁর পরিবার মাটির বাড়িতে বসবাস করলেও শক্তিপদবাবুর বক্তব্য, তাঁর দুই ছেলে সরকারী চাকুরীজীবী না হলেও এখন উপার্জনক্ষম। ছেলেরা নিজেদের উপার্জনের টাকায় পাকা বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই আবাস যোজনার তালিকায় নাম আসার পরেও সেই টাকা প্রত্যাখ্যান করেছেন তিনি। শক্তিপদবাবুর আরও আবেদন, যে সব যোগ্য প্রাপক বঞ্চিত হচ্ছেন, তাঁরা যেন আবাস যোজনায় পাকা বাড়ি পান। তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন, শাসকদলের নেতৃত্ব থেকে সাধারণ মানুষ সকলে।