Ravichandran Ashwin: আইপিএলের মেগা নিলাম শুরুর আগেই নিজেকে নিলামে তুলে বিক্রি করলেন অশ্বিন!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আর কিছুদিনের মধ্যেই শুরু হবে আসন্ন 2025 আইপিএল মরসুমের নিলাম পর্ব। এবছর আইপিএল নিলামের আসর বসছে সৌদি আরবের জেদ্দায়। সেখানেই 1,574 জন খেলোয়াড় দল পেতে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। মজার বিষয় হল তাদের মধ্যে 1,165 জনই ভারতীয়। তবে এই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি নিজেই নিজেকে নিলামে তুলেছেন। হ্যাঁ, সম্প্রতি এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন ভারতের ডান হাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin)। নিজের ইউটিউব চ্যানেলে এই চমৎকার ঘটিয়েছেন তারকা।

দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন ভারতের এই ধুরন্ধর স্পিনার। ‘অশ্বিন’ নামক সেই ইউটিউব চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত নানান ভিডিও আপলোড করেন ভারতীয় ক্রিকেট তারকা। এবার সেই ঠিকানাতেই আসন্ন আইপিএল নিলাম কেমন হতে চলেছে, নিলাম পর্বে কীভাবে খেলোয়াড়দের নাম ডাকা হয় সমস্ত বিষয়টাই ভিডিও আকারে প্রকাশ করেছেন অশ্বিন। এমনকি আগামী আইপিএল মরসুমের মেগা নিলাম শুরু হওয়ার আগেই নিলামের খুঁটিনাটি তথ্য নিয়ে একটি সম্পূর্ণ আলোচনা সভার মাধ্যমে কাল্পনিক অকশন পর্বও ভিডিও আকারে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন তিনি। তবে সম্পূর্ণ ভিডিওটি তার চ্যানেলে এখনও পোস্ট হয়নি বলেই খবর।

মঙ্গলবার খেলোয়াড়ের ইউটিউব চ্যানেলে পোষ্ট হওয়া সর্বশেষ ভিডিওটিতে একটি দুর্দান্ত অকশন শোয়ের সাক্ষী থেকেছেন দর্শকরা। ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে অশ্বিনকে বলতে শোনা যায়, ভারতীয় টেলিভিশন ইতিহাসে এই প্রথমবার তিনিই এমন একজন ব্যক্তি যে নিজেই নিজেকে নিলামে তুলে বিক্রি করছেন। কারণ প্রসঙ্গে খেলোয়াড় জানান, তিনি আসন্ন মেগা নিলাম নিয়ে যথেষ্ঠ উৎসাহিত তাই নিজেই ভবিষ্যৎ রূপ কল্পনা করে অকশন শো আয়োজন করেছেন। যা তার দর্শক মহলে যথেষ্ট প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন: ইকুয়েডরের এক জেলে বন্দিদের ভয়ঙ্কর সংঘর্ষ, নিহত 15