Marco Angulo: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় ফুটবল তারকার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: 7 অক্টোবর গাড়ি অ্যাক্সিডেন্টে মাথা ও ফুসফুসে গুরুতর আঘাত পেয়েছিলেন ইকুয়েডর জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কো আনগুলো(Marco Angulo)। চোট এতটাই তীব্র ছিল যে, টানা একমাস হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়েছিলেন ফুটবল তারকা। তবে শেষ রক্ষা হলো না। সোমবার ইকুয়েডরের রাজধানী কিটোর এক হাসপাতালে মৃত্যুবরণ করেন 22 বছর বয়সী এই তরুণ ফুটবলার।

ভয়াবহ পথ দুর্ঘটনার পর টানা এক সপ্তাহ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন আনগুলো। হাসপাতাল সূত্রে খবর, ট্রিটমেন্টে কোনও রকম সাড়া দিচ্ছিলেন না খেলোয়াড়। একমাস কেটে গেলেও অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই একই দুর্ঘটনায় প্রান গেছে ইকুয়েডরের বয়স ভিত্তিক দলের আনগুলোর প্রাক্তন সতীর্থ রবার্তো কাবেজাসেরও। এছাড়াও ইকুয়েডর সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে আরও এক জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।

দেশের তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইকুয়েডর ফুটবল ফেডারেশনের সদস্যরা। ফেডারেশন জানিয়েছে, দলের প্রাক্তন ফুটবলার আনগুলো শুধু একজন ফুটবলারই ছিলেন না, ভাল টিমমেটও ছিলেন। যেকোনও কঠিন পরিস্থিতিতে দেশের মুখ রক্ষা করেছেন তিনি। এমন একজন খেলোয়াড়ের চলে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি। মার্কোর মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। তার ফুটবল শৈলী গোটা জগতকে আলোকিত করে।

আরও পড়ুন: এনার্জি ড্রিংকের ক্যান সংগ্রহ করেই বিশ্ব রেকর্ড