চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Suvendu: আগামীকাল উপনির্বাচনের (By Election 2024) ভোটগ্রহণ মেদিনীপুরে (Midnapore)। তার আগে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) ডেবরায় সাংবাদিক সম্মেলন করে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানালেন, প্রয়োজন পড়লে ভোটের দিনেই হবে অবরোধ। সেই সঙ্গে ভোট মিটলে সন্ধ্যায় পুলিশ সুপারের অফিস অবরোধের ঘোষণাও করেছেন তিনি।
মঙ্গলবার রাতে ডেবরার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীর অভিযোগ, “গত লোকসভা নির্বাচন যেভাবে হয়েছে সেই একই কায়দায় এখানকার যিনি এসপি তা করাতে চলেছেন। ওদের কাছে খবর আছে যে, ওদের তৃণমূল প্রার্থীকে তৃণমূলেরই একটা বড় অংশ সমর্থন করছে না। ওরা জানে আরজি কর কাণ্ডের পর একটিও মহিলা ভোট দেবেননা তৃণমূলে। এর ফলে পুলিশের অত্যাচার বিভিন্ন গ্রামীণ এলাকাতে শুরু হয়ে গিয়েছে বিকাল থেকে। ধেড়ুয়া, চাঁদড়া, কর্ণগড়, কাশিজোড়া, শালবনি চন্দ্রকোনা রোড, কেশপুর লাগোয়া এলাকায় এসব হচ্ছে।” মেদিনীপুরে পুলিশের নেতৃত্বে ভোট লুট হবে বলে অভিযোগ এনেছেন শুভেন্দু। বিভিন্ন এলাকায় সক্রিয় বিজেপি কর্মীদের আটক করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
শুভেন্দুর হুঁশিয়ারি, “কালকে ডেবরা, চন্দ্রকোনা রোড, খড়গপুরে দলের কর্মীরা জমায়েত থাকবে। প্রয়োজনে সড়ক অবরোধ সহ যা যা করা দরকার সেটা করবো। সন্ধ্যা ৬ টার পরে আমি, দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী সকলের উপস্থিতিতে এসপি অফিস ঘিরে রাখবো। সন্ধ্যা ৬ টায় ভোট শেষ হওয়ার পর মেদিনীপুর শহরে ঢুকবো ও ঘিরে রাখবো।” সেই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে বিরোধী দলনেতার বার্তা, যাদের আটক করা হয়েছে তাঁদের ছাড়া না হলে জামিন করানো হবে। এমনকি পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের উচিৎ শিক্ষা দেওয়ার কথাও বলেছেন শুভেন্দু অধিকারী।