বিক্রম ব্যানার্জী: এনার্জি ড্রিংকের ক্যান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড(Guinness World Record) গড়লেন আমেরিকার রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা জোয়েল স্পিয়ারস। হ্যাঁ, সচরাচর এমন ঘটনা শোনা যায় না ঠিকই, তবে চিরাচরিত ও প্রচলিত বিভিন্ন কারেন্সি, মুভি টিকিট কিংবা বহু পুরনো নোট সংগ্রহের বেড়াজাল থেকে বেরিয়ে 1 হাজার 19 টি ক্যান সংগ্রহ করেছেন জোয়েল।
আরও পড়ুন: চিনে দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত 35, আহত কমপক্ষে 45 জন
আমেরিকার বাসিন্দা জোয়েল স্পিয়ারসকে ক্যান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়ার আগে থেকেই চিনতেন অনেকে। নেপথ্যে যদিও জোয়েলের ইউটিউব চ্যানেল। সমাজ মাধ্যমের হাত ধরে দেশে তার পরিচিতি ক্যাফেইন ম্যান হিসেবে। কেননা, এনার্জি ড্রিংক হিসেবে প্রায় নিয়মিত ক্যাফেইন পান করতেন তিনি। সেই দৌলতেই এনার্জি ড্রিংক ও ক্যাফেইনের ক্যান সংগ্রহ করা। চলতি বছরের শুরুতেই পাহাড় প্রমাণ কেন সংগ্রহ করে গিনেস কর্তৃপক্ষের কাছে তার প্রমাণপত্র জমা দেন জোয়েল।
নিজের বাড়িতেই বিশ্বের সবচেয়ে বড় এনার্জি ড্রিংক ক্যান সংগ্রহশালা গড়ে আত্মীয়দেরও তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়েল জানান, শুধুমাত্র এনার্জি ড্রিংকের ক্যান সংগ্রহ করেও যে বিশ্বরেকর্ড গড়া যায় এ কথা তার কল্পনাতেও আসেনি। কখনও ভাবতেই পারেননি ক্যান সংগ্রহ করেই বিশ্ব রেকর্ড গড়বেন। প্রথমদিকে ব্যাপারটা নিয়ে সেভাবে কিছুই ভাবতেন না। পরবর্তীতে যখন তার ক্যানের সংখ্যা হাজারের গণ্ডি ছুঁই ছুঁই তখনই ক্যানগুলি গোনা শুরু করেন তিনি। বুঝতে পারেন তিনি বিশ্ব রেকর্ড করতে চলেছেন।
যদিও এই কাজ প্রথমদিকে একেবারেই সহজ ছিল না। ক্যান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়ার ক্ষেত্রে যথেষ্ট খাটতে হয়েছে জোয়েলকে। এই প্রসঙ্গে তিনি জানান, তাকে প্রত্যেকটি ক্যানের ভিডিও করতে হয়েছে। সেই সাথে আলাদা আলাদাভাবে ছবি তুলতে হয়েছে ক্যানগুলির। যা করতে তার দীর্ঘ সময় লেগেছে। এনার্জি ড্রিংকের ক্যানগুলির ছবি তুলে সেগুলির নাম ও ব্র্যান্ড অনুযায়ী লিস্ট করার পরই ধরা দিয়েছে সাফল্য।