বিক্রম ব্যানার্জী: 2025 আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। পাক ময়দানে খেলতে অস্বীকার করে আইসিসিকে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে ভারত(India)। অন্যদিকে পাকিস্তানের(Pakistan) পক্ষে সেই মডেল মেনে নেওয়া অসম্ভব। এহেন আবহে 1996 সালের ক্রিকেট বিশ্বকাপের স্মৃতি উসকে দিয়ে সেই বহু পুরনো ধাঁচে আইসিসিকে চ্যাম্পিয়নস ট্রফি পরিচালনার পরামর্শ দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী।
1996 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। তবে নিরাপত্তা জনিত কারণে সে দেশে সফর করতে অস্বীকার করে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। যদিও শ্রীলঙ্কার পক্ষ থেকে বারংবার বিদেশের খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও শ্রীলঙ্কায় আয়োজিত ওয়ার্ল্ড কাপে পা পড়েন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের কারোরই। যার জেরে আখেরে লাভ হয় লঙ্কান বাহিনীর।
দুই দেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচ বাতিল করে লঙ্কানদের সম্পূর্ণ 4 পয়েন্ট দিয়ে দেয় আইসিসি। ফলত, পয়েন্ট টেবিলে আইসিসির পূর্ণ সমর্থন নিয়ে প্রথমে কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তীতে ফাইনালে পৌঁছে ওয়ার্ল্ড কাপ জেতে রানাতুঙ্গার শ্রীলঙ্কা। সেই পথ ধরেই আসন্ন 2025 চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান জটের মাঝে আইসিসিকে 1996 সালের ওয়ার্ল্ড কাপ মডেল অনুসরণের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলী।
ভারত-পাকিস্তানের পারস্পরিক দ্বন্দ্বের মধ্যেই আইসিসিকে নতুন পথ দেখিয়ে নিজের দেশের স্বার্থে বাসিত বলেন, ভারত যদি পাকিস্তান সফরে আসতে না চায়, সেক্ষেত্রে 1996 বিশ্বকাপ অনুযায়ী প্রাপ্য পয়েন্ট চাওয়া উচিত পাকিস্তানের। শেষ পর্যন্ত ভারতীয় দল পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তে অটল থাকলে পাকিস্তানকে 2 পয়েন্ট দেওয়া উচিত। প্রাক্তন পাক তারকা আরও জানান, আসন্ন ম্যাচ গুলি ঘরের মাঠেই খেলা উচিত পাকিস্তানের। সেই মত চ্যাম্পিয়নস ট্রফিও পাকিস্তানের মাটিতে হচ্ছে, তবে কোনও কারণে টুর্নামেন্টটি স্থানান্তরিত হলে পাকিস্তানের উচিত হবে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করা।
আরও পড়ুন: সন্দেহই সত্যি হলো! ইউক্রেনে প্রবেশ করতে কুরস্কে পৌঁছেছে 50 হাজার রুশ সেনা