Russia-Ukraine War: সন্দেহই সত্যি হলো! ইউক্রেনে প্রবেশ করতে কুরস্কে পৌঁছেছে 50 হাজার রুশ সেনা

Published On:

বিক্রম ব্যানার্জী: আশঙ্কাই সত্যি হল! কুরস্ক সীমান্ত অঞ্চলে 50 হাজারের কাছাকাছি রুশ সেনা এসে পৌঁছেছে বলেই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট(President of Ukraine) ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ে জেলেনস্কি জানান, 50 হাজার রাশিয়ান(Russia) সামরিক বাহিনী কুরস্ক অঞ্চলের খুব কাছে চলে এসেছে। কোনও মতে তাদের আটকে রেখেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনীয় সেনারা বিশেষ অভিযান চালিয়ে রাশিয়ার হাজার হাজার সামরিক বাহিনীর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যার জেরে ইউক্রেনের অভ্যন্তরে পুতিনের হামলা আটকানো গেছে। গত আগস্টে কুরস্ক অঞ্চলের পথ ধরে ইউক্রেনে হঠাৎই অগ্রসর হয় রাশিয়ার বিরাট বাহিনী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেই সময়ে প্রায় 11 হাজার রুশ সেনা সীমান্ত পথে ইউক্রেনে প্রবেশ করেছিল। বর্তমানে কুরস্ক অঞ্চল থেকে সেনা প্রত্যাহার তো দূর বরং সেনা সংখ্যা বাড়াতেই মরিয়া মস্কো।

তবে শুধুমাত্র সেনা মোতায়েন করেই থেমে থাকেনি রাশিয়া। বিগত কয়েকদিনের তথ্য অনুযায়ী, গত 9 নভেম্বর 300 ইউক্রেনীয় সেনার প্রাণ নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেনের মাটিতে কম্পন ধরাতে রুশ সেনাদের দলে ভিড়েছে উত্তর কোরিয়ার সেনাবাহিনীও। জাতির উদ্দেশ্যে বক্তৃতায় জেলেনস্কি জানান, ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করতে 50 হাজার সেনা পাঠিয়েছে মস্কো। তবে শক্ত হাতে তাদের ঠেকিয়ে রেখেছে ইউক্রেন সামরিক দল। প্রেসিডেন্টের কথায় সম্মতি জানিয়ে ইউক্রেন সামরিক বাহিনীর জেনারেল ওলেকসান্দার সিরস্কি বলেন, কুরস্ক অঞ্চলে পর্যাপ্ত ইউক্রেনীয় সেনা থাকায় ইচ্ছামত দেশের অভ্যন্তরে প্রবেশ করে আঘাত হানতে ব্যর্থ রাশিয়া।

আরও পড়ুন: চরম আর্থিক ক্ষতির আশঙ্কা! ভারত-পাকিস্তান দ্বন্দের মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চিন্তায় আইসিসি