বিক্রম ব্যানার্জী: বিগত কয়েকদিনে গজাকে মৃত্যু নগরী বানিয়ে ছেড়েছে ইজরায়েল। গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর পর থেকেই ফিলিস্তিনিদের মৃত্যুর খবর প্রত্যাশিত হয়ে পড়েছে। ইজরায়েলি হামলায়(Israeli attack) এখনও পর্যন্ত 1200 জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সম্প্রতি হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইজরায়েলের ভয়াবহ হামলায় গাজার বেইত লাহিয়া এলাকায় আশ্রয় নেওয়া ঘর ছাড়া মানুষদের জীবন এখন হাতের মুঠোয়। জানা গিয়েছে, ইজরায়েলি হামলায় ওই এলাকায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে আহতদের সংখ্যা বেড়ে চলেছে দাবানলের গতিতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল বুরশ জানান, ইজরায়েল বাহিনীর নিশংস হামলায় বেইত লাহিয়া এলাকার স্বাস্থ্য ব্যবস্থা চরম বিপর্যস্ত।
বুরশের তরফে পাওয়া তথ্য মারফত খবর, হামলা বন্ধ করা তো দূর বরং একের পর এক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে গাজার উত্তরাঞ্চলে কম্পন ধরিয়েছে ইজরায়েল। কারও কাছে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজনীয়তা না থাকায় তারা তাদের হত্যালীলা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ইজরায়েলের দাঁত ভাঙা হামলায় আহতদের চিকিৎসার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াচ্ছে নেতানিয়াহুর দেশ।