Champions Trophy 2025: ভারতের প্রস্তাব মেনে পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর অন্যত্র সরিয়ে নিচ্ছে আইসিসি!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আসন্ন 2025 আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy)নিয়ে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত চাইছে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলি আরব আমিরাতে স্থানান্তরিত করতে। অন্যদিকে সেই সিদ্ধান্তে গড় রাজি পাকিস্তান। এহেন আবহে দুই দেশের মতবিরোধ নিয়ে চলতে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে। পাক ময়দানে খেলা বাতিল করে ইতিমধ্যেই আইসিসিকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। ফলত ভারতের প্রয়োজনে চ্যাম্পিয়নস ট্রফির আসর পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে বলেই শোনা যাচ্ছে।

পাকিস্তান সফর বাতিল করা ভারতের হাইব্রিড মডেলের দাবিতে একেবারেই মত নেই পিসিবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আগেই সাফ জানানো হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে হলে ভারতকে পাকিস্তানে আসতেই হবে। তবে ভারতের প্রতি পাকিস্তানের এমন কঠোর গর্জন শুনে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে অন্যত্র আয়োজন করার কথা ভাবছে আইসিসি। সূত্রের খবর, ভারতের প্রস্তাব মেনে হাইব্রিড মডেল অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের আদেশ পেয়েছে পাকিস্তান। তা না হলে পাকিস্তান থেকে টুর্নামেন্টটি অন্যত্র স্থানান্তর করার হুঁশিয়ারির কথা উল্লেখ করেছে পাকিস্তানের এক প্রতিবেদন।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি ভারতের প্রস্তাব মেনে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে তবেই পাকিস্তানের মাটিতে গড়াবে টুর্নামেন্ট নচেৎ নয়। জানা গিয়েছে, ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে চ্যাম্পিয়নস ট্রফির টুর্নামেন্ট সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। ভারতের নিরাপত্তা ও পাকিস্তানের অংশগ্রহণের কথা ভেবেই পিসিবিকে এমন প্রস্তাব দিয়েছে আইসিসি। তবে আশঙ্কা করা হচ্ছে, আইসিসির এই সিদ্ধান্তে রাজি হবে না পাকিস্তান।

আরও পড়ুন: ইউক্রেনে বিপদের আশঙ্কা! কুরস্ক সীমান্তে যাওয়ার জন্য তৈরি হাজার হাজার রুশ সেনা, জারি সতর্কতা