Kharagpur Elephant: খড়গপুর দাপাচ্ছে হাতির দল, আতঙ্কে বাসিন্দারা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur Elephant: খড়গপুর শহর (Kharagpur) দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল (Elephant)। সোমবার রাতে মেদিনীপুর রেঞ্জ (Midnapore) থেকে হাতিগুলি খড়গপুরে প্রবেশ করে। তার জেরে তীব্র আতঙ্কে শহরের বাসিন্দারা। এলাকা ঘিরে রেখে তদারকি চালাচ্ছেন বন দফতরের (Forest Department) আধিকারিক ও কর্মীরা।

জানা গিয়েছে, সোমবার রাত ৯ টা নাগাদ হাতির দল মেদিনীপুর রেঞ্জ তথা ঝাড়গ্রামের দিক থেকে খড়গপুরে প্রবেশ করে। তারপর থেকে রেলশহরে ঘুড়ে বেড়াচ্ছে হাতিগুলি। সর্বসাকুল্যে ৯টি হাতি রয়েছে বলে খবর। এই মুহূর্তে ৯টি হাতি খড়গপুর রেল হসপিটালের পিছনে রয়েছে। অন্যদিকে একটি হাতি রয়েছে গোকুলপুর, টাটা মেটালিকসের গেটের সামনে। অনেকের অনুমান হাতিটি দলছুট বা একলা ঘুরে বেড়ায়।

খড়গপুরে হাতির দল

অন্যদিকে সোমবার রাত থেকেই হাতির দলের গতিবিধির উপর নজর রেখেছেন বন দফতরের আধিকারিক ও কর্মীরা। রয়েছেন হুলাপার্টির সদস্যরাও। শহরের বাদিন্দাদের অযথা আতঙ্কিত হতে নিষেধ করেছে বন দফতর। হাতির দলের আক্রমণাত্মক গতিবিধি এখনও লক্ষ্য করা যায়নি। বন দফররের তরফে মাইকিং করে সতর্ক করাও হচ্ছে বাসিন্দাদের। অতি উৎসাহী অনেকেই হাতি দেখতে ভিড় করছেন। যে কোনও সময়ে তা দুর্ঘটনার কারণ হতে পারে। তাঁদের ভিড় জমাতে নিষেধ করা হচ্ছে বন দফতরের তরফে।