বিক্রম ব্যানার্জী: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) নিরঙ্কুশ জয়ের পরই ইলন মাস্ক সহ বেশ কয়েকজন প্রথম সারির আমেরিকান ব্যবসায়ীয়ের কোষাগারে লক্ষী লাভ হয়েছে। ইতিমধ্যেই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের দিকে এগিয়ে যাচ্ছে রিপাবলিকানরা। এহেন শুভক্ষণে রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে বিশ্বের সবচেয়ে বহুমূল্য ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। সূত্রের খবর, ট্রাম্পের জয়ের সুবাদে বিটকয়েনের(Bitcoin) মূল্য 80 হাজার ডলার ছাড়িয়েছে।
আরও পড়ুন: মিরাজ ও মাহমুদউল্লাহের কাঁধে চেপে এগোচ্ছে ওপার বাংলার রথ
দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাচিত হওয়া ভারত সহ বিশ্বের একাধিক দেশে স্টক মার্কেট ও শেয়ার মার্কেটে জোয়ার এনেছিল। এবার সেই আকাশচুম্বী উত্থানে নাম জড়ালো বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনেরও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবছর বিটকয়েনের মূল্য এক লাফে 80 শতাংশেরও বেশি বেড়েছে। যদিও এই পরিস্থিতির আভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে বেরিয়ে ট্রাম্প বলেছিলেন, নিয়ন্ত্রিত উপায়ে তিনি কৌশলগত বিটকয়েন মজুদের ব্যবস্থা করবেন। সেই সাথে ক্রিপ্টোকারেন্সির জন্য আর্থিক নিয়ন্ত্রকদের নিয়োগ করা হবে। যার জেরে ক্রিপ্টো শিল্পে জোয়ার আসতে বাধ্য।
ক্ষমতায় এলে প্রাথমিক কাজগুলির মধ্যে ক্রিপ্টো শিল্পের উন্নতি করা ট্রাম্পের অন্যতম গুরু দায়িত্ব হবে বলেই জানিয়েছিলেন তিনি। ট্রাম্পের মতে, তার প্রশাসন প্রথমেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান গ্যারি জেনসারকে তার পদ থেকে সরাবে। যার ফলে ক্রিপ্টো বাজার কঠোর নীতির বেড়াজাল থেকে মুক্ত হবে বলেই আশা করা যায়। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের নয়া পদক্ষেপে বিটকয়েনের মূল্য একটা সময়ে 1 লাখ ডলার ছুঁয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে ক্রিপ্টো জগতে বড় পতনের আশঙ্কাও রয়েছে।