Benjamin Netanyahu: লেবাননে পেজার হামলা, 40 ফিলিস্তিনি হত্যা! দায় স্বীকার করলেন নেতানিয়াহু

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: গত মাসে লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিতে দেদার হামলা চালিয়েছিল ইজরায়েল। যদিও তার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে ইরানপন্থী সশস্ত্র সংগঠনটি। তবে সম্প্রতি ইজরায়েলের আক্রমণের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে গাজা। প্রতিদিন ইজরায়েলি হামলায় গাজায় মুড়ি-মুড়কির মত মৃত্যু হচ্ছে ফিলিস্তিনিদের। রবিবার গাজার মাটিতে আঘাত হেনে প্রায় 40 জন ফিলিস্তিনির প্রাণ কেড়েছে ইজরায়েল। যার দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু(Benjamin Netanyahu)।

আরও পড়ুন: ছাত্রদের অংশীদারিত্ববিহীন উপদেষ্টা নিয়োগে উত্তাল বাংলাদেশ! বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

ফিলিস্তিনি কর্মকর্তাদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার ইজরায়েলের ভয়াবহ পেজার হামলায় 40 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে উত্তর অংশের জাবালিয়া শহরের এক আবাসিক ভবনের 24 জন বাসিন্দা। সূত্রের খবর, রবিবার ভোরে জাবালিয়ার এই ভবনে ভয়াবহ হামলা চালায় ইজরায়েল। যার জেরে কেঁপে ওঠে ভবনটির পার্শ্ববর্তী বাড়িগুলি। সেই সাথে ইজরায়েলি হামলায় আরও 30 জন আহত হয়েছেন বলেই খবর। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে জবালিয়ার স্থানীয় হাসপাতালে কয়েক ডজন মৃতদেহ কম্বল চাপা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, জবালিয়ায় হামলার কথা স্বীকার করে নিয়েছে ইজরায়েল সামরিক বাহিনী। ইজরায়েলের সেনা কর্তারা জানিয়েছেন, রবিবার গাজার এই শহরের একটি অঞ্চলকে টার্গেট করেন তারা। জানা যায় বেশ কয়েকজন সন্ত্রাসবাদী সেখান থেকেই ইজরায়েলের বিরুদ্ধে হামলার ছক কষছিল। খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে হামলা চালিয়ে সন্ত্রাসীদের পরিকল্পনা বাঞ্চাল করে ইজরায়েলে। বলা বাহুল্য, লেবাননে ইজরায়েলি পেজার হামলার কথা রবিবারই নিজের মুখে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহু।