Olaf Scholz: ক্ষমতায় থাকতে মরিয়া জার্মান চ্যান্সেলর, 2024-এই হবে আস্থা ভোট!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: জার্মান চ্যান্সেলর শলৎজের জোট সরকার ক্ষমতায় এলে দীর্ঘদিন ধরে তা বিপদ সীমায় দাঁড়িয়েছিল। এহেন পরিস্থিতিতে গত বুধবার জোট সরকারে ভাঙন দেখা দিলে পার্লামেন্ট সরকারকে সমর্থনের জন্য অতি দ্রুত আস্থা ভোট আয়োজন করার প্রসঙ্গ ওঠে। যার জেরে জোট সরকারের ওপর চাপ বাড়ছিল। এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ(Olaf Scholz) জানান তিনি এ বছরই আস্থা ভোট আয়োজন করতে প্রস্তুত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার জার্মান চ্যান্সেলর এক বিবৃতিতে জানান, আগামী ডিসেম্বরের আগেই আস্থা ভোট আয়োজন করতে চান তিনি। সকলের সমর্থন পেলে খুব শীঘ্রই সেই পথে এগোনো যাবে। যদিও শলৎজের পূর্বের বক্তব্য অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি সময়ে আস্থা ভোট আয়োজন করার কথা ছিল। সেই ভোটের ফলাফলে বর্তমান সরকার হেরে গেলে আগামী বছর অর্থাৎ 2025 সালের মার্চে পার্লামেন্ট নির্বাচন করা হবে বলেই জানানো হয়েছিল।

যদিও সেই বক্তব্য ফিরিয়ে নিয়ে অতি দ্রুত পার্লামেন্ট সরকার পুনর্গঠনে আস্থা ভোট আয়োজন করতে চান তিনি। সূত্রের খবর, গত বুধবার ফ্রি গণতান্ত্রিক দলের সভাপতি ও সরকারের অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিষ্কার করেছিলেন শলৎজ। এরপরই পতনের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় জোট সরকার। বর্তমানে বিরোধী দলগুলির সমর্থন না পেলে ক্ষমতায় থাকা এক প্রকার অসম্ভব হয়ে যাবে শলৎজের পক্ষে। আর সেই দুঃসময় এড়াতে দ্রুত আস্থা ভোটের পক্ষে জার্মান চ্যান্সেলর।

আরও পড়ুন: দলে নেই শান্ত, বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে কার কাঁধে অধিনায়কের দায়িত্ব?