Najmul Hossain shanto: দলে নেই শান্ত, বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে কার কাঁধে অধিনায়কের দায়িত্ব?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: অধিনায়কের অভাবে ভুগছে পদ্মা পাড়ের দল! গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে কুঁচকিতে চোট পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত(Najmul Hossain shanto)। ফলত, সিরিজের সর্বশেষ ও ফাইনাল ম্যাচটি খেলতে পারবেন না ওপার বাংলার এই তরুণ ব্যাটার। সেই সাথে আফগানদের বিরুদ্ধে শান্তর নেতৃত্ব ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশের ছেলেদের। কাজেই এবার দলকে নেতৃত্ব দেবেন কে? উঠছে প্রশ্ন।

রশিদ খানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই চোট পেয়েছিলেন শান্ত। যার জেরে দ্বিতীয় ওয়ানডেতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। তার জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঘরের ছেলে ও সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সূত্রের খবর, ফাইনাল ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ বাহিনীকে চালনা করবেন তিনি। এর আগে বয়স ভিত্তিক ম্যাচ গুলিতে নেতৃত্বের অভিজ্ঞতা থাকলেও এ বছরই জাতীয় দলে প্রথমবারের মতো অধিনায়কত্বের সুযোগ পেলেন মিরাজ।

শান্তর অনুপস্থিতিতে জাতীয় দলের অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। কাজেই অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এক ফোঁটাও কমতি থাকবে না বাংলাদেশ তারকার তরফে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তবে শারজায় আফগান বাহিনীর বিরুদ্ধে শান্তর ঝোড়ো ব্যাটিংয়ের অভাব তাড়া করবে দলকে। কারন, প্রথম ম্যাচে 47 ও দ্বিতীয়টিতে 76 রানের অনবদ্য ইনিংস গড়েছে শান্ত। সেই সাথে ম্যাচ সেরার তকমাও পেয়েছেন তিনি। ফলত মিরাজের নেতৃত্বে থাকলেও দলের অন্দরে এক প্রকার ঘোরাফেরা করবে শান্তর নাম।

উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ার পর রবিবার রাতে এমআরআই করার হয় বাংলাদেশী ক্রিকেট তারকার। সকালে হাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে শান্তর উপস্থিতি নিয়েও যথেষ্ট দুভিধায় রয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর! সন্ত্রাসবাদীদের সাথে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত 1 ভারতীয় জাওয়ান