স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (Jhargram Medical Collage Hospital) এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্য (২৯) অজ্ঞান করার ওষুধ কড়া ডোজ়ে নিজের উপর প্রয়োগ করার ফলে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বেহালায়(Behala)। আর জি কর মেডিক্যাল কলেজের (RG kar Medical Collage) ‘সিনিয়র রেসিডেন্ট’ দীপ্র কয়েক মাস আগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি হয়ে আসেন।
আরও পড়ুনঃ এদিন পাবেন কিষাণ যোজনার 19তম কিস্তি, এই কৃষকরা সুবিধা পাবেন না
শহরের একটি হোটেলে থাকতেন তিনি। এদিন সকালে স্ত্রীর সঙ্গে ফোনে কথার বলার পর দুপুরে তিনি স্ত্রীকে হোয়াটসঅ্যাপ(WhatsApp) মেসেজ করেন। সেই মেসেজ দেখে তাঁর স্ত্রী সুস্মিতা উদ্বিগ্ন হয়ে ঝাড়গ্রামের (Jhargram) পরিচিতজনদের খবর দেন। কিন্তু ডাকাডাকি করলেও দরজা খোলেননি দীপ্ত। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে বিছানায় অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ওই চিকিৎসক। পাশে একটি খালি সিরিঞ্জ। উদ্ধার করে তাঁকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ যেহেতু দীপ্ত রোগীদের অজ্ঞান করার বিষয়ে বিশেষজ্ঞ তাই অজ্ঞান করার ওষুধ অতিমাত্রায় প্রয়োগেই তাঁর মৃত্যু হয়েছে।
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল তথা হাসপাতাল সুপার অনুরূপ পাখিরা বলেন, ‘‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। দুঃখজনক ঘটনা।’’ সূত্রের খবর, পারিবারিক কারণে এবং আর জি করের ঘটনা নিয়ে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই চিকিৎসক।