Suvendu in Midnapore: ভোটের দিন ‘বড় পরিকল্পনা’র হুঁশিয়ারি শুভেন্দুর, মঞ্চ থেকে মাটিতে নেমে সারলেন প্রচার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Suvendu in Midnapore: মেদিনীপুরে (Midnapore) আসন্ন উপ-নির্বাচনের (By Election 2024) আগে প্রচারে এসে ভোটের দিন ‘বড় পরিকল্পনা’র হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বৃহস্পতিবার মেদিনীপুরে (Midnapore) তাঁর র‍্যালি বাতিল করেছিল নির্বাচন কমিশন। তা নিয়ে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikary)। তারপর বাইকে চেপে হেঁটে সারলেন নির্বাচনী প্রচার।

বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। নিজের র‍্যালি বাতিল হওয়া নিয়ে বলেন, “এখানে ধৃতিমান আছে, বাতিল তো করবেই!” তিনি আরও বলেন, “লোকসভা নির্বাচনের সময় দেখেছি, যে সমস্ত এলাকায় হিন্দুদের বসবাস, সেখানে গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া ভোট দিতে দেওয়া হয়নি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিদ্যালয়ের ভেতর ঢুকে আমাদের ২৫ জন পোলিং এজেন্টকে গ্রেফতার করেছিল। ভোটের আগের দিন দাঁতন, বেলদা, নারায়ণগড়, মেদিনীপুর সহ জেলা জুড়ে আমাদের ১৭ জন বিশিষ্ট কার্যকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। তাই, ১২ তারিখ আর ১৩ তারিখ (নভেম্বর) পুলিশ কি করবে, সেটা তো আমি জানি না। আর, ভোটের দিন ভোট লুট করতে না পারলে, গণনার দিন কারচুপি করবে।”

Suvendu in Midnapore

মেদিনীপুরে শুভেন্দু

সেই সঙ্গে পুলিশকে শুভেন্দুর হুঁশিয়ারি, “আমরাও একটা বড় পরিকল্পনা নিয়েছি। আমরা চন্দ্রকোনা রোড, ডেবরা আর খড়গপুরে হাজার হাজার বিজেপি কর্মী, যারা ভোটার নয়, ভোটের দিন সকাল থেকে জমায়েত করব। যদি, এখানে আমাদের একজন পোলিং এজেন্টকেও মেরে বের করে দেওয়া হয়, তাহলে আমরা তিন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করব। চন্দ্রকোনা রোড, ডেবরা আর খড়গপুরে তিনজন সাংসদের নেতৃত্বে আমরা জাতীয় সড়ক অবরোধ করব। এই তিন জায়গাতে আমাদের বড় জমায়েত থাকবে।”

বৃহস্পতিবার বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর র‍্যালি হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের তরফে বুধবার রাতে তা বাতিল বলে ঘোষণা করা হয়। বৃহস্পতিবার মেদিনীপুরে সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ধৃতিমান সরকার থেকে শুরু করে তৃণমূল নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। ফিরহাদ হাকিমকে ‘সাম্প্রদায়িক’ বলে অভিহিত করেন। সিপাইবাজারে রাস্তায় প্রচার চালানোর পর বিজেপি-র জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিকের বাইকে চেপে এলআইসি মোড়ের দিকে প্রচার চালান শুভেন্দু। সেই সঙ্গে ৬নং ও ১৩নং ওয়ার্ডে দলীয় প্রার্থী শুভজিতকে সঙ্গে নিয়ে প্রচার করেন বিরোধী দলনেতা। শুভেন্দুকে কাছে পেয়ে উৎসাহী জনতা হাত মেলান, সেলফিও তোলেন অনেকে।