Elon Musk: ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরই হু হু করে বাড়ছে ইলন মাস্কের সম্পদ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মরিয়া হয়ে ওঠা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের(Elon Musk) সম্পদ ট্রাম্পের জয়ের পরই দাবানলের গতিতে বাড়তে শুরু করেছে। যদিও নিজের পছন্দের রিপাবলিকান প্রার্থীকে দেশের সর্বোচ্চ আসনে দেখতে নিজের কোষাগার একপ্রকার উন্মুক্ত করে দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, ট্রাম্পের হয়ে প্রায় 119 মিলিয়ন ডলার খরচ করেছেন টেসলা কর্তা। এবার সেই অর্থ কয়েক গুণ হয়ে ফিরে আসছে তার কাছে।

আরও পড়ুন: সলমানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের নিরঙ্কুশ জয়ের পরই ইলন মাস্কের সম্পদের পরিমাণ এক ধাক্কায় 15 বিলিয়ন ডলার বেড়ে গিয়েছে। সেই সাথে এক সংবাদ সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার শেয়ার বেড়েছে প্রায় 411 মিলিয়ন ডলার। ট্রাম্পের বিরাট জয়ে প্রভাব পড়েছে ভারত সহ গোটা বিশ্বের স্টক মার্কেটেও। সংবাদ সংস্থা বলছে সেই সূত্র ধরেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীর সম্পদের পরিমাণ হু হু করে বাড়ছে।

রাতারাতি বেড়ে যাওয়া ইলন মাস্কের এই বিপুল সম্পদ কোন খাতে ব্যবহার করা হতে পারে বা তিনি এই অতিরিক্ত অর্থ দিয়ে কী কী করতে পারবেন তা নিয়েও তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। দাবি করা হচ্ছে, এক লাফে বেড়ে যাওয়া 15 বিলিয়ন ডলার থেকে গোটা বিশ্ববাসীকে 1 ডলার করে দিলেও সেই অর্থ ফুরোবে না। এছাড়াও মাস্ক যদি মনে করেন তার এই অর্থ দিয়ে তিনি টেসলার জন্য সাইবারট্রাক কিনবেন সেক্ষেত্রে এই মোট অর্থে প্রায় 1 লাখ 82 হাজার সাইবার ট্রাক কিনতে পারবেন তিনি। প্রায় 250 বিলিয়ান কিংবা তার বেশি অর্থের মালিক মাস্ক তার অতিরিক্ত অর্থ নিজের ব্যবসার পাশাপাশি অন্যান্য খাতেও ব্যবহার করতে পারেন বলেই ধারণা করছে সংস্থাটি।