চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Purba Midnapore: ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েব! বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বর হ্যাক করে এই কান্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর (Purba Midnapore) জেলায় চারটি স্কুলের মোট ৬৪ জন পড়ুয়ার তরুণের স্বপ্ন প্রকল্পের (Tab Purchase Scheme) টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাইবার অপরাধীদের বিরুদ্ধে। ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেছেন ডিআই (মাধ্যমিক)।
তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে রাজ্য সরকারের তরফে ট্যাব কেনার টাকা দেওয়া হয় রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। স্কুলের তরফে বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের নাম সহ ব্যাঙ্কের তথ্য আপলোড করতে হয়। হ্যাকাররা কোনভাবে পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য সরিয়ে নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিল। ফলে একাদশ ও দ্বাদশের মোট ৬৪ জন পড়ুয়ার মাথাপিছু ১০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। প্রতারিত স্কুলগুলি যথাক্রমে- চণ্ডীপুর থানার মুরাদপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুল।
এই বিষয়ে ডিআই শুভাশিস মিত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত চারটে স্কুলের প্রতারিত হওয়ার খবর পাওয়া গেছে। যে চারটে স্কুলের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের পড়ুয়াদের ব্যাঙ্কিং তথ্য ও যে অ্যাকাউন্টে টাকা গেছে তার তথ্য মিলিয়ে দেখে জানাতে বলা হয়েছে৷ পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।