Donald Trump: জয়ের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প, শুভেচ্ছা বার্তা পাঠালেন মোদি-নেতানিয়াহু

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: সমস্ত বাধা কাটিয়ে জয়ের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প(Donald Trump)। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও 267 টি ইলেকটোরাল ভোট নিয়ে কমলার থেকে 43 ভোট এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 270 এর ম্যাজিক ফিগার ছুঁতে আর মাত্র 3 টি ভোট প্রয়োজন। যা পূরণ হয়ে গেলেই পাকাপাকিভাবে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের সিংহাসন দখল করবেন ইলন মাস্ক প্রিয় ট্রাম্প। কাজেই বিজয়ের দ্বারপ্রান্তে এসে অসংখ্য শুভেচ্ছা বার্তা পাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ইরানে সংঘর্ষমুখী ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তরফে আগাম শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে ট্রাম্পকে।

ট্রাম্পকে আগাম শুভেচ্ছা বার্তা মোদির

দীর্ঘদিনের বন্ধু ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নিজের X মাধ্যম থেকে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমেরিকার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। তার পূর্ববর্তী মেয়াদের সাফল্য অনুযায়ী ভারত-আমেরিকা বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য মুখিয়ে রয়েছি। আসুন একসাথে জনগণের উন্নতি, বিশ্ব শান্তি এবং সমৃদ্ধির কাজ করি।

ট্রাম্পকে আগাম শুভেচ্ছা ইজরায়েল প্রধানমন্ত্রীর

বুধবার নিজের সমাজ মাধ্যম তথা X হ্যান্ডেল থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জয়ের জন্য ট্রাম্পকে আগাম শুভেচ্ছা জানিয়ে নেতানিয়াহু লেখেন, ‘প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়ে ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! আমেরিকার হোয়াইট হাউসে আপনার প্রত্যাবর্তন নতুন একটি সূচনা এবং ইসরাইল ও আমেরিকার মহান জোটের শক্তিশালী প্রতিশ্রুতি দেবে। এটি একটি বিশাল জয়।’

আরও পড়ুন: আইপিএলের মেগা নিলামে নাম তুললেন এক ইতালিয়ান ক্রিকেটার, চেনেন তাকে?