Italian Cricketer: আইপিএলের মেগা নিলামে নাম তুললেন এক ইতালিয়ান ক্রিকেটার, চেনেন তাকে?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ক্রিকেটের আলোচনা থেকে বাইরে থাকা ইতালি এবার উঠে এল শিরোনামে। কারণটা অবশ্য দেশের ক্রিকেটারের আইপিএল নিলামে নাম লেখানো। হ্যাঁ, আসন্ন 2025 আইপিএল মরসুমের চূড়ান্ত নিলাম পর্ব শুরু হবে 24 নভেম্বর, জেদ্দায়। আর সেই নিলামে দল প্রত্যাশী খেলোয়াড়দের তালিকায় নাম লিখেছেন ইতালির পেসার টমাস দ্রাকা(Italian Cricketer)।

আরও পড়ুন: মদের নেশা নেই তবে অন্য আরেক নেশায় আসক্ত কার্তিক আরিয়ান, মুখ খুললেন অভিনেতা

ইতালির ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম পর্বে, নাম নিবন্ধন নিয়ে সমাজ মাধ্যমে উঠেছে একাধিক প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রেই, ক্রিকেট জগত থেকে বাইরে থেকেও কেন ইতালির খেলোয়াড় আইপিএলের যুক্ত হতে চাইছে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেট দুনিয়ায়। বিশ্ব ক্রিকেটে প্রায় অপরিচিত ও সদ্য আইপিএল মরশুমে খেলার জন্য আগ্রহী দ্রাকা ইতালির হয়ে এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলেছেন।

তার ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ম্যাচটি ছিল লুক্সেমবার্গের বিপক্ষে। যেখানে মাত্র 4 ওভারে 15 রান দিয়ে শত্রুপক্ষের 2 উইকেট ভেঙেছিলেন 24 বছর বয়সী এই খেলোয়াড়। সমস্ত ম্যাচ মিলিয়ে ইতালির হয়ে মোট 8 টি উইকেট পেয়েছেন দ্রাকা। কাজেই ক্রিকেট জগতকে খুব একটা কাছ থেকে দেখা হয়নি তার। ফ্রাঞ্চাইভি টি-টোয়েন্টিতেও তিনি একেবারেই নবীন।

যদিও চলতি বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্রাম্পটন উইলভাসের হয়ে আক্রমণ শানাতে নেমে 6 ম্যাচে 11 উইকেট পেয়েছেন এই তরুণ খেলোয়াড়। তবে ইন্টারন্যাশনাল টি- টোয়েন্টি লীগে মুম্বই ইন্ডিয়ানসের তরফে ডাক পাওয়ায়, মনে করা হচ্ছে সেই সূত্র থেকেই আইপিএলে নাম লেখানোর জন্য উদগীব হয়ে পড়েছেন ইতালির এই খেলোয়াড়। যদিও তার জায়গায় নাম লেখানোর কথা ছিল জো বার্নসের।

সিংহভাগই সেই ধারনাই করেছিলেন। তবে সবকিছু নস্যাৎ করে আইপিএল মেগা নিলামে নাম তুলেছেন দ্রাকা। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত আইপিএল 2025 বর্ষের মেগা নিলাম 24 নভেম্বর শুরু হয়ে চলবে 25 নভেম্বর পর্যন্ত। বিশ্বের 16 টি দেশ মিলিয়ে 1 হাজার 584 জন খেলোয়ার দল পেতে নাম লিখিয়েছেন নিলামে। প্রশ্ন থাকবে, তাদের মধ্যে থেকে আসন্ন আইপিএলে জায়গা করতে পারবেন ইতালির এই তরুণ পেসার?