Donald Trump: দ্রুত গতিতে ছুটছে ট্রাম্পের জয় রথ, আর কয়েক মুহূর্তের অপেক্ষায় সমর্থকরা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: সমস্ত জল্পনা এবং সমালোচনা কাটিয়ে পুনরায় প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ছুটছে ট্রাম্পের(Donald Trump) জয় রথ। আমেরিকার জনগণের বিচারে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প এবার 47 তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ইতিমধ্যেই সেই রাস্তা অনেকটাই খুলে দিয়েছে জর্জিয়া ও দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনের নিরঙ্কুশ জয়। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরই আমেরিকার সিংহাসন কার দখলে তা স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন: বাংলা সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বিদ্যা বালান এক সময়ে নিজেকে ‘অপয়া’ ভাবতেন, কিন্তু কেন?

দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা ও ট্রাম্পের ভোট পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে, 246 টি ইলেকটোরাল ভোট নিয়ে প্রায় জয়ের দোরগোড়ায় ট্রাম্প। অন্যদিকে রিপাবলিকান বিরোধী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বর্তমানে 187 টি ভোট পেয়ে অনেকটাই পিছিয়ে। সূত্র বলছে, আমেরিকার বেশিরভাগ অঙ্গরাজ্যের ফলাফল গিয়েছে ট্রাম্পের পক্ষে।সেই তুলনায় কমলার হয়ে অনেকটাই কম ভোট পড়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে পুনরায় প্রেসিডেন্টের সিংহাসনে বসাতে আর মাত্র 23 টি ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন। আমেরিকার সংবিধান সুপ্রিম ল অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে প্রার্থীদের 270-এর ম্যাজিক ফিগার ছুঁতে হবে। আর সেই দৌড়েই মাত্র 23 ইলেকটোরাল ভোট পিছিয়ে রয়েছে ট্রাম্প।

উল্লেখ্য, ট্রাম্পের সমর্থনে ইতিমধ্যেই ওয়েস্ট পাম বিচে এসে উল্লাস প্রদর্শন করছেন রিপাবলিকান সমর্থকরা। সূত্রের খবর, আর কয়েক মুহূর্তের মধ্যেই ফ্লোরিডায় শোভাযাত্রা করবেন ট্রাম্প। সেখানে উপস্থিত হয়ে দলীয় বক্তব্য রাখতে পারেন তিনি। ট্রাম্পের সাথে সেই যাত্রায় উপস্থিত থাকবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তথা টেসলা কর্তা ইলন মাস্কও।