Vidya Balan: বাংলা সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বিদ্যা বালান এক সময়ে নিজেকে ‘অপয়া’ ভাবতেন, কিন্তু কেন?

Published On:

বিক্রম ব্যানার্জী: বলিউড জগতের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী বিদ্যা বালান(Vidya Balan)। পরিণীতা থেকে শুরু করে মুন্না ভাই এমবিবিএস, ভুলভুলাইয়া, ডার্টি পিকচার সহ বেগমজানের মতো একাধিক জনপ্রিয় মুভিতে অভিনয় করেছেন বিদ্যা। সম্প্রতি মুক্তি পেয়েছে নায়িকার নতুন ছবি ভুলভুলাইয়া থ্রি। কার্তিক আরিয়ান ও বিদ্যা বালান অভিনীত নতুন সিনেমাটি ইতিমধ্যেই দর্শক মহলে হইচই ফেলে দিয়েছে। সেই সাথে এখনও পর্যন্ত প্রায় 100 কোটির ব্যবসা করেছে মুভিটি। তবে বর্তমানে যার খ্যাতি দেশজোড়া সেই বিদ্যা নাকি একসময়ে নিজেকে অপয়া ভাবতেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অতীতের কঠিন স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: রোনাল্ডোদের কঠিন প্রতিশোধের জবাব দিতে পারল না আল আইন, 5-1 ব্যবধানে জয় নাসেরের

1 নভেম্বর মুক্তি পাওয়া ছবি ভুলভুলাইয়া থ্রি-র বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন পরিস্থিতির কথা জানান। নায়িকা বলেন, ‘অভিনয় ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না। প্রথমদিকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। এমন সময়ও গেছে, একদিন মালায়ালম ছবির শ্যুটিং চলাকালীন তাকে মাঝপথেই কাজ বন্ধ করে দিতে হয়েছে।। সেই সময়টায় হাতে একদমই কাজ ছিল না। তখন নিজেকে অপয়া ভাবতেন বিদ্যা।’

বলিউড অভিনেত্রী আরও জানান, ‘যখন সিনেমা বন্ধ ছিল লোকে তাকে অপয়া ভাবতে শুরু করে। তার দ্বারা হয়তো কোন কিছুই হবে না। এই ধরনের মন্তব্যও শুনতে হয়েছে নায়িকাকে। এমন কথাও উঠেছে, বিদ্যা নাকি সিনেমার জন্য অমঙ্গল। তাকে নিলেই বন্ধ হয়ে যায় সিনেমা। আশেপাশের মানুষজনের মুখে অপয়া ডাক শুনতে শুনতে একসময় নিজেকেও সেটাই ভাবতে শুরু করেন অভিনেত্রী।’ তবে একটা সময়ে সেই সম্বোধনের সাথে নিজেকে মানিয়ে নেন বিদ্যা বালান। বলা বাহুল্য, বলিউডের বেশিরভাগ মুভিতে অভিনেত্রীকে দেখা গেলেও তার অভিনয় ক্যারিয়ারের সফল হাতেখড়ি কিন্তু টলিউড অর্থাৎ বাংলা সিনেমা দিয়েই।