Al-Nassr: রোনাল্ডোদের কঠিন প্রতিশোধের জবাব দিতে পারল না আল আইন, 5-1 ব্যবধানে জয় নাসেরের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: গত কিংস কাপের ম্যাচে আল-তাউয়ুনের বিরুদ্ধে শেষ মুহূর্তে পেনাল্টির সদ্ব্যবহার করতে পারেনি পর্তুগিজ তারকা রোনাল্ডো। যার জেরে কিংস কাপ ফুটবল থেকে বিদায় নিতে হয়েছিল আল নাসেরকে। সেই সাথে একাধিক সমালোচনা বিদ্ধ হয়েছিলেন সিআর7। তবে গতকালের এএফসি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে আল আইনের মাথায় হাত রেখে একের পর এক গোল করে পরাজয়ের দুঃখ কাটিয়ে নিয়েছে রোনাল্ডোরা। সেই সাথে 5-1 ব্যবধানে চলতি চ্যাম্পিয়নস লীগের বর্তমান জয়ী দলকে উড়িয়ে দিয়েছে আল নাসের(Al-Nassr)।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তরুণীর সাথে যা হল, ভাইরাল ভিডিও দেখে কেঁপে উঠবেন

এএফসি চ্যাম্পিয়নস লীগের অন্যতম চ্যাম্পিয়ন দল আল আইনের বিরুদ্ধে গতকাল কোমর বেঁধে নেমেছিল নাসেরের ছেলেরা। যা একপ্রকার ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল। রোনাল্ডোদের আটসাট মনোভাব জানান দিচ্ছিল তারা গতবারের কোয়ার্টার ফাইনালের প্রতিশোধ নিতে নেমেছে। অন্যদিকে শত্রু পক্ষ আল আইনের লড়াকুরা চেষ্টা করছিল জালে বল ঢুকিয়ে নিজেদের এগিয়ে রাখতে। তবে সেই চেষ্টায় প্রথম 5 মিনিটেই জল ঢালে আল নাসের। দলের হয়ে প্রথম গোলটি করেন অ্যান্ডারসন।

এরপর আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্যে দিয়ে ম্যাচ ক্রমশ গড়াতে থাকে দ্বিতীয়ার্ধে। যদিও এই সময়ের মধ্যে 31 মিনিটের মাথায় সেনেগাল তারকার দূরপাল্লার শট আইনের গোলরক্ষক ঠেকিয়ে দিলে সেই বলকে তার গন্তব্য দেখিয়ে গোল করেন রোনাল্ডো। পর্তুগিজ তারকার গোলে নাসেরের ছেলেদের আত্মবিশ্বাস চরমে ওঠে। এরপরই শুরু হয় গোলের বন্যা। রোনাল্ডোর গোলের ঠিক 6 মিনিটের মধ্যে আরও একটি গোল আসে নাসেরের পক্ষে। তবে এবারেরটা ছিল আল আইনের আত্মঘাতী গোল।

খেলা যখন 56 মিনিট ছুঁইছুঁই ঠিক তখনই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বেন্তোর পায়ের দূরপাল্লার শটে । এই ঘটনায় আল আইন 1 গোল পেলেও 81 মিনিটের মাথায় 4-1 ব্যবধানে এগিয়ে যায় নাসেরের ছেলেরা। খেলা যখন অতিরিক্ত সময়ে দৌড়াচ্ছে ঠিক তখনই আল আইনের বিপক্ষে আরও একটি গোল করে আল নাসেরকে 5-1 ব্যবধানে বড় জয়ের রাস্তা দেখায় তালিসকা। সেই সাথে 4 ম্যাচের 3টিতে জিতে টেবিলে 10 পয়েন্ট যোগায় রোনাল্ডোর দল। তাদের ঠিক ওপরেই 12 পয়েন্ট নিয়ে লীগ টেবিল শীর্ষে আল হিলাল ও আল আহলি।