Donald Trump: ট্রাম্প জিতলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ‘অপরাধী’ প্রেসিডেন্ট পাবে জনগণ!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) ভাগ্য পরীক্ষার আগে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ও মামলা দাখিল হয়েছে আদালতে। সেই মতো বারংবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সাজা ঘোষণার দিনক্ষণ পেছানোর অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা। তবে আদালতের নির্দেশ অনুযায়ী ফৌজদারি মামলায় কাঠগড়ায় ওঠা ট্রাম্পের সাজা ঘোষণা হতে পারে আগামী 26 নভেম্বর। কাজেই সাজা ঘোষণা হওয়ার আগে প্রেসিডেন্ট নির্বাচনের মতো বড়সড় অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে রিপাবলিকান প্রার্থীকে।

আরও পড়ুন: উপাধ্যক্ষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন, ভাইরাল সিসিটিভি ফুটেজ

বেশিরভাগ আইনজ্ঞদের মতে, ট্রাম্প যদি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে ওঠা সমস্ত ফৌজদারী মামলা স্থগিত হয়ে যাবে। তবে স্বস্তির খবরের পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্টের জন্য দুঃখের খবরও শুনিয়েছেন তারা। প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দেখতে মরিয়া হয়ে ওঠা ট্রাম্প যদি নির্বাচনে হেরে যায় সেক্ষেত্রে ভবিষ্যতে কঠিন আইনি লড়াইয়ের সম্মুখীন হতে হবে তাকে। আমেরিকার আইন অনুযায়ী, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পর তার সাজা হিসেবে জেল অথবা জরিমানা কিংবা দুটোই হতে পারে। তবে সেই দুর্ভাগ্য নির্বাচনে জিতে কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে রিপাবলিকান প্রার্থী হাতে। যদিও সবটাই নির্ভর করছে 5 নভেম্বরের ফলাফলের ওপর।

ট্রাম্পের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ থাকায় তাকে নানান কটাক্ষে শিকার হতে হচ্ছে। সিংভাগই মনে করছেন, ট্রাম্প যদি নির্বাচনে যেতে তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো অপরাধী প্রেসিডেন্ট হিসেবে নাম তুলবেন তিনি। কারণ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পর 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের জায়গা ঠিক রাখতে ও ড্যানিয়েলসের মুখ বন্ধ করতে 1 লাখ 30 হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ওই বিরাট অর্থ প্রদানের কথা গোপন রাখতে ব্যবসায়িক সংস্থার নথিপত্র জালিয়াতির অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প।

এছাড়াও প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনী ফলাফল নষ্ট করা ও ফল প্রকাশের বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এগুলি ছাড়াও আরও একাধিক অপরাধমূলক কাজের জন্য ফৌজদারী মামলার পাশাপাশি দেওয়ানী মামলাতেও নাম জড়িয়েছে ট্রাম্পের। ফলত এহেন একজন মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে অধিকাংশই যে দেখতে পছন্দ করবেন না তার একটা আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে।